০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পুলিশের হাতে ইয়াবাবড়ি ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেনসিডিল ও ৫০পিস ইয়াবাবড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এগারো শরীফের সামনে পুলিশের চেকপোস্ট এলাকায় ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এর একটি বাসে তল্লাশি চালায়। এসময় বাসযাত্রী মো. সোহেল রানা (২৪) ও মো. রতন মিয়া (২৭) এর কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সোহেল রানা চুয়াডাঙ্গার জীবননগর থানার শাপলা কলি পাড়ার মৃত আরফান আলীর ছেলে এবং রতন মিয়া কাশিপুর মাঠপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

এর আগে পুলিশ একই এলাকা থেকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামক একই কোম্পানীর আরেক বাসে তল্লাশি চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল জব্দ করে। এসময় বাসযাত্রী নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনদি নতুন মহল্লার নুর মোহাম্মদ বেপারীর ছেলে মো. রমজান আলী বেপারী (৩৭) এবং ঝিনাইদহ মহেষপুর উপজেলার রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. সজিবকে (১৯) গ্রেপ্তার করে।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা পুলিশের দল দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে পল্লির হাসেম ফকিরের বাড়ির উঠান থেকে ৫০ পিস ইয়াবাবড়ি সহ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার হেলাল মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২৩) নামক এক তরুণকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ইয়াবাবড়ি ও ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে পুলিশের হাতে ইয়াবাবড়ি ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫

পোস্ট হয়েছেঃ ০৮:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেনসিডিল ও ৫০পিস ইয়াবাবড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এগারো শরীফের সামনে পুলিশের চেকপোস্ট এলাকায় ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এর একটি বাসে তল্লাশি চালায়। এসময় বাসযাত্রী মো. সোহেল রানা (২৪) ও মো. রতন মিয়া (২৭) এর কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সোহেল রানা চুয়াডাঙ্গার জীবননগর থানার শাপলা কলি পাড়ার মৃত আরফান আলীর ছেলে এবং রতন মিয়া কাশিপুর মাঠপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

এর আগে পুলিশ একই এলাকা থেকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামক একই কোম্পানীর আরেক বাসে তল্লাশি চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল জব্দ করে। এসময় বাসযাত্রী নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনদি নতুন মহল্লার নুর মোহাম্মদ বেপারীর ছেলে মো. রমজান আলী বেপারী (৩৭) এবং ঝিনাইদহ মহেষপুর উপজেলার রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. সজিবকে (১৯) গ্রেপ্তার করে।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা পুলিশের দল দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে পল্লির হাসেম ফকিরের বাড়ির উঠান থেকে ৫০ পিস ইয়াবাবড়ি সহ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার হেলাল মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২৩) নামক এক তরুণকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ইয়াবাবড়ি ও ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।