০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে দিন দুপুরে পাবনার আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছ এলাকায় আক্কাছ আলী বেপারী ওরফে টাইকা আক্কাছ (৭০) নামের এক জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে সন্ত্রাসীরা ট্রলার যোগে এসে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। সে পার্শ¦বর্তী পাবনার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত মইজদ্দিনে বেপারীর ছেলে ও স্থানীয় ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে আ.লীগ নেতা আক্কাছ আলী বেপারী ঢালারচর বেড়িবাঁধ সড়কের মাথায় গোয়ালন্দের রাখাল গাছি এলাকায় অবস্থান করছিলেন। এসময় নদী পথে ট্রলার যোগে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পুনরায় ট্রলারযোগে ফিরে যায়। সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা দলের সদস্য। ঘটনাস্থল রাখালগাছি গোয়ালন্দ ঘাট থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। নদী পথে ট্রলার যোগে যাওয়ার পর দীর্ঘপথ পায়ে হেটে যেতে হয়। খবর পাওয়ার সাথেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে।

দেবগ্রাম ইউপির ১নম্বর ওয়ার্ড সদস্য আবু বক্কারসহ স্থানীয়রা জানান, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউপির ১নম্বর ওয়ার্ড রাখালগাছী এলাকায় ‘জাইকা’র রাস্তার কাজ চলছিল। ওই রাস্তার ১৩০০ মিটার মাটি ভরাটের কাজ চলছিল। স্থানীয় ইউপি সদস্য হিসেবে তিনি ছাড়াও পার্শ্ববর্তী এলাকা হওয়ায় আক্কাছ আলী বেপারী, আদু মন্ডলসহ আরো কয়েকজন জড়িত রয়েছেন। ওই কাজের তদারকি করতে ঘটনাস্থলে আদু মন্ডলকে সাথে করে আক্কাছ বেপারী উপস্থিত ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে ৪-৫জন ব্যক্তি সাধারণ মানুষের মতো ঘটনাস্থলে এসে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আক্কাছ বেপারীর ঘারে কোপ দেন। পরবর্তীতে তার মাথায় হাতুরি দিয়ে আঘাত করলে মাটিতে পড়ে যান। এরপর একে একে তার শরীরের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নৌকা নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। তিনি ঢালার চর এলাকার কুরবান বাহিনীর সক্রিয় নেতা।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম বলেন, দুর্গম অঞ্চল হওয়ায় সাধারণত ওই অঞ্চলে খুব বেশি প্রয়োজন না হলে তেমন কেউ যাতায়াত করেন না। কাজের প্রয়োজনে মাঝে মধ্যে তিনিও ছুটে যান। নিহত আক্কাছ আলী বেপারী নিষিদ্ধ চরমপন্থী দলের সাথে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যকার কোন বিরোধ কে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর বীরদর্পে এলাকা ছাড়ে। এ ঘটনার পর এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।

ওসি স্বপন কুমার মজুমদার আরো জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নিহত আক্কাছ এক সময় চরমপন্থী সর্বহারা দলের সক্রিয় নেতা ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা পূর্ব শক্রতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে দিন দুপুরে পাবনার আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পোস্ট হয়েছেঃ ১১:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছ এলাকায় আক্কাছ আলী বেপারী ওরফে টাইকা আক্কাছ (৭০) নামের এক জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে সন্ত্রাসীরা ট্রলার যোগে এসে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। সে পার্শ¦বর্তী পাবনার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত মইজদ্দিনে বেপারীর ছেলে ও স্থানীয় ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে আ.লীগ নেতা আক্কাছ আলী বেপারী ঢালারচর বেড়িবাঁধ সড়কের মাথায় গোয়ালন্দের রাখাল গাছি এলাকায় অবস্থান করছিলেন। এসময় নদী পথে ট্রলার যোগে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পুনরায় ট্রলারযোগে ফিরে যায়। সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা দলের সদস্য। ঘটনাস্থল রাখালগাছি গোয়ালন্দ ঘাট থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। নদী পথে ট্রলার যোগে যাওয়ার পর দীর্ঘপথ পায়ে হেটে যেতে হয়। খবর পাওয়ার সাথেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে।

দেবগ্রাম ইউপির ১নম্বর ওয়ার্ড সদস্য আবু বক্কারসহ স্থানীয়রা জানান, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউপির ১নম্বর ওয়ার্ড রাখালগাছী এলাকায় ‘জাইকা’র রাস্তার কাজ চলছিল। ওই রাস্তার ১৩০০ মিটার মাটি ভরাটের কাজ চলছিল। স্থানীয় ইউপি সদস্য হিসেবে তিনি ছাড়াও পার্শ্ববর্তী এলাকা হওয়ায় আক্কাছ আলী বেপারী, আদু মন্ডলসহ আরো কয়েকজন জড়িত রয়েছেন। ওই কাজের তদারকি করতে ঘটনাস্থলে আদু মন্ডলকে সাথে করে আক্কাছ বেপারী উপস্থিত ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে ৪-৫জন ব্যক্তি সাধারণ মানুষের মতো ঘটনাস্থলে এসে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আক্কাছ বেপারীর ঘারে কোপ দেন। পরবর্তীতে তার মাথায় হাতুরি দিয়ে আঘাত করলে মাটিতে পড়ে যান। এরপর একে একে তার শরীরের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নৌকা নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। তিনি ঢালার চর এলাকার কুরবান বাহিনীর সক্রিয় নেতা।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম বলেন, দুর্গম অঞ্চল হওয়ায় সাধারণত ওই অঞ্চলে খুব বেশি প্রয়োজন না হলে তেমন কেউ যাতায়াত করেন না। কাজের প্রয়োজনে মাঝে মধ্যে তিনিও ছুটে যান। নিহত আক্কাছ আলী বেপারী নিষিদ্ধ চরমপন্থী দলের সাথে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যকার কোন বিরোধ কে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর বীরদর্পে এলাকা ছাড়ে। এ ঘটনার পর এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।

ওসি স্বপন কুমার মজুমদার আরো জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নিহত আক্কাছ এক সময় চরমপন্থী সর্বহারা দলের সক্রিয় নেতা ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা পূর্ব শক্রতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।