০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বাস চাপায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মল্লিকের ছেলে আকবর মল্লিক (৬০)। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সে দীর্ঘদিন ধরে গোয়ালন্দ বাজারে কাপর ব্যবসা করেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে জমিদার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবহনটিতে থাকা বাসযাত্রী জাকির হোসেন জানান, বাস চালক খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। অধিকাংশ সময় চালক এক হাত দিয়ে মুঠোফোনে কথা বলছেন, আর অন্য হাত দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তাকে আমরা বারংবার গাড়ির গতি কমাতে ও মোবাইলফোন রাখতে বললেও সে আমাদের কথার কোন কর্ণপাত করেননি। পথিমধ্যে গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় আসলে বিকট শব্দ শুনতে পাই। চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে দৌলতদিয়া ঘাটের দিকে ছুটলে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্র পুলিশ গাড়িটির গতিরোধ করে আটক করে। তখন চালক ও হেলপার দুজনই গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনা স্থলের দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী জবেদা বেগম নামের এক গৃহিনী জানান, আমি অটোরিকশার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি ওই ব্যবসায়ী গোয়ালন্দ থেকে মহাসড়কের এক পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে আসছে। এমন সময় উল্টো দিক থেকে হঠাৎ করে একটি বাস তাকে দ্রুত গতিতে ধাক্কা দেয়। সে তখনই ছিটকে বাইসাইকেল নিয়ে মহাসড়কের ওপর পড়ে যায়। তখন আমি সহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. রোকন উজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে হাসপাতালে মৃত অবস্থা পেয়েছি।

এ বিষয়ে রাজবাড়ী আলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, আমরা গোল্ডেন লাইনের পরিবহন (কুষ্টিয়া ব-১১-০০৪৮) আটক করেছি। তবে চালক ও সহকারী দু’জনই পালিয়ে গেছেন। মরদেহটি ময়না তদন্ত শেষে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বাস চাপায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মল্লিকের ছেলে আকবর মল্লিক (৬০)। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সে দীর্ঘদিন ধরে গোয়ালন্দ বাজারে কাপর ব্যবসা করেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে জমিদার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবহনটিতে থাকা বাসযাত্রী জাকির হোসেন জানান, বাস চালক খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। অধিকাংশ সময় চালক এক হাত দিয়ে মুঠোফোনে কথা বলছেন, আর অন্য হাত দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তাকে আমরা বারংবার গাড়ির গতি কমাতে ও মোবাইলফোন রাখতে বললেও সে আমাদের কথার কোন কর্ণপাত করেননি। পথিমধ্যে গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় আসলে বিকট শব্দ শুনতে পাই। চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে দৌলতদিয়া ঘাটের দিকে ছুটলে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্র পুলিশ গাড়িটির গতিরোধ করে আটক করে। তখন চালক ও হেলপার দুজনই গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনা স্থলের দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী জবেদা বেগম নামের এক গৃহিনী জানান, আমি অটোরিকশার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি ওই ব্যবসায়ী গোয়ালন্দ থেকে মহাসড়কের এক পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে আসছে। এমন সময় উল্টো দিক থেকে হঠাৎ করে একটি বাস তাকে দ্রুত গতিতে ধাক্কা দেয়। সে তখনই ছিটকে বাইসাইকেল নিয়ে মহাসড়কের ওপর পড়ে যায়। তখন আমি সহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. রোকন উজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে হাসপাতালে মৃত অবস্থা পেয়েছি।

এ বিষয়ে রাজবাড়ী আলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, আমরা গোল্ডেন লাইনের পরিবহন (কুষ্টিয়া ব-১১-০০৪৮) আটক করেছি। তবে চালক ও সহকারী দু’জনই পালিয়ে গেছেন। মরদেহটি ময়না তদন্ত শেষে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।