০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন নব নির্বাচিত মেয়র নজরুল মন্ডল

মইনুল মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে নজরুল ইসলাম মন্ডলকে দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তাঁর বাসভবনে ভিড় করছেন। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

সোমবার উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী সহ আ’লীগের অন্যন্যা নেতৃবৃন্দরা ফুলের তোড়া নিয়ে নব-নির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে আসেন।

এসময় মোস্তফা মুন্সি বলেন, ‘নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তার কাছে গোয়ালন্দ পৌরসভার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি।’

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, ‘আমাদের গোয়ালন্দের স্কুল কলেজ, মাদ্রাসা, রাস্তা ঘাট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে  উন্নয়ন হলে সকল প্রকার মান উন্নত হবে। এর জন্য সুন্দর পরিবেশ গড়তে নতুন মেয়রের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি গোয়ালন্দের  উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন।’

সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে গোয়ালন্দের নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। গোয়ালন্দের উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর শহর উপহার দিতে পারবো।’

গত রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল নৌকা প্রতীকে ৬ হাজার ৯০৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র জগ প্রতীকের মেয়র প্রার্থী শেখ. মো. নজরুল ইসলাম ৬ হাজার ২৮৭ ভোট পান। নৌকা প্রতীকের প্রার্থী ৬১৭ বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন নব নির্বাচিত মেয়র নজরুল মন্ডল

পোস্ট হয়েছেঃ ১২:৩২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

মইনুল মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে নজরুল ইসলাম মন্ডলকে দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তাঁর বাসভবনে ভিড় করছেন। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

সোমবার উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী সহ আ’লীগের অন্যন্যা নেতৃবৃন্দরা ফুলের তোড়া নিয়ে নব-নির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে আসেন।

এসময় মোস্তফা মুন্সি বলেন, ‘নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তার কাছে গোয়ালন্দ পৌরসভার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি।’

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, ‘আমাদের গোয়ালন্দের স্কুল কলেজ, মাদ্রাসা, রাস্তা ঘাট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে  উন্নয়ন হলে সকল প্রকার মান উন্নত হবে। এর জন্য সুন্দর পরিবেশ গড়তে নতুন মেয়রের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি গোয়ালন্দের  উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন।’

সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে গোয়ালন্দের নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। গোয়ালন্দের উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর শহর উপহার দিতে পারবো।’

গত রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল নৌকা প্রতীকে ৬ হাজার ৯০৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র জগ প্রতীকের মেয়র প্রার্থী শেখ. মো. নজরুল ইসলাম ৬ হাজার ২৮৭ ভোট পান। নৌকা প্রতীকের প্রার্থী ৬১৭ বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।