০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জনসচেতনতায় নাটক ‘নাটের গুরু ‘মঞ্চস্হ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জনসচেতনতা বাড়াতে নাটক ‘নাটের গুরু’ মঞ্চায়িত হয়েছে। ৩১ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ নাটকটি মঞ্চস্থ হয়।

দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া  যৌনপল্লী ও পল্লী সংলগ্ন বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে নাটকে এইচআইভি এইডস,বাল্য বিয়ের কুফল,ইভটিজিং,মাদক ও কভিড-১৯ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। গোয়ালন্দের জনপ্রিয়  ‘সম্মিলিত নাট্য দল’ নাটকটি পরিচালনা ও পরিচালনা করে।

এতে অভিনয় করেন-সম্মিলিত নাট্য দলের শিল্পী ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, জীবন চক্রবর্তী, কাশেম বিশ্বাস, আরশাদ হোসেন সবুজ, সাধন কুমার বিশ্বাস, আজিজুল ইসলাম, প্রণব ঘোষ প্রমুখ। নাটক মঞ্চায়নের পূর্বে ‘বাউল নিকেতন, গোয়ালন্দের পরিবেশনায় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলী বলেন, ফ্রেন্স সাপোর্ট কমিটির সার্বিক সহযোগিতায় তারা গোয়ালন্দের বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক নাটক মঞ্চায়ন করবেন। এর ধারাবাহিকতায়   দৌলতদিয়ায় এ নাটকটি মঞ্চস্থ করা হলো।আশা করি এতে করে সাধারণ মানুষের মধ্যে উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বাড়বে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে জনসচেতনতায় নাটক ‘নাটের গুরু ‘মঞ্চস্হ

পোস্ট হয়েছেঃ ১১:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জনসচেতনতা বাড়াতে নাটক ‘নাটের গুরু’ মঞ্চায়িত হয়েছে। ৩১ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ নাটকটি মঞ্চস্থ হয়।

দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া  যৌনপল্লী ও পল্লী সংলগ্ন বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে নাটকে এইচআইভি এইডস,বাল্য বিয়ের কুফল,ইভটিজিং,মাদক ও কভিড-১৯ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। গোয়ালন্দের জনপ্রিয়  ‘সম্মিলিত নাট্য দল’ নাটকটি পরিচালনা ও পরিচালনা করে।

এতে অভিনয় করেন-সম্মিলিত নাট্য দলের শিল্পী ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, জীবন চক্রবর্তী, কাশেম বিশ্বাস, আরশাদ হোসেন সবুজ, সাধন কুমার বিশ্বাস, আজিজুল ইসলাম, প্রণব ঘোষ প্রমুখ। নাটক মঞ্চায়নের পূর্বে ‘বাউল নিকেতন, গোয়ালন্দের পরিবেশনায় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলী বলেন, ফ্রেন্স সাপোর্ট কমিটির সার্বিক সহযোগিতায় তারা গোয়ালন্দের বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক নাটক মঞ্চায়ন করবেন। এর ধারাবাহিকতায়   দৌলতদিয়ায় এ নাটকটি মঞ্চস্থ করা হলো।আশা করি এতে করে সাধারণ মানুষের মধ্যে উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বাড়বে।