নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরিতে ওঠার আগ মুহুর্তে মঙ্গলবার সকালে পুলিশ ফেনসিডিল বাহী একটি পিকআপ আটক করেছে। পুলিশ ওই গাড়ি থেকে ১৯৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে। সাথে কাওছার আলী (৩০) নামক গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। কাওছার যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন এর ছেলে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় যানজট নিরসনে ডিউটি করতে ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহীন আলম। সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা নীল রঙের একটি পিকআপ গাড়ি ফেনসিডিল নিয়ে যশোর থেকে ঢাকা যাচ্ছে। ওই গাড়িটি কিছুক্ষণের মধ্যে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট দিয়ে ফেরিতে ওঠবে। এমন খবর পাওয়ার পর বেলা ১১টার দিকে তিনি দেখতে পান ৩ নম্বর ঘাটে নীল রঙের একটি পিকআপ গাড়ি (যশোর ন-১১-১১৪৬) ফেরিতে ওঠার জন্য লাইনে অপেক্ষা করছে। এসময় তিনি চেকপোষ্ট বসিয়ে ফেরিতে ওঠার আগ মুহুর্তে পুরাতন নীল রঙের ওই পিকআপ গাড়িটি থামানোর সংকেত দেন। এসময় গাড়ি ফেলে চালক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাড়া করে চালককে হাতেনাতে আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চালকের সিটের পিছনে কৌশলে ফেনসিডিল রাখা আছে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করলে উপপরিদর্শক (এস.আই) দেওয়ান শামীম খান দ্রুত ঘটনাস্থলে পৌছেন। এসময় চালক নিজেই তার সিটের পিছনের দিক থেকে বিশেষ কৌশলে রাখা ১৯৬ বোতল ফেনসিডিল বের করেন।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরেই ধৃত কাওছার আলীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় সার্জেন্ট শাহিন আলম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় নীল রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তারকৃত কাওছার আলীকে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।