নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শনিবার দিবাগত রাতে সেভেনআপের সাথে চেনতানাশক কিছু খাইয়ে অটোরিক্সা ছিনতাইকালে স্থানীয় জনতা হাতেনাতে দুই যুবককে ধরে পুলিশে সোর্পদ করেছে। অসুস্থ্য অটোরিক্সা চালককে উদ্ধারের পর পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর কছিমদ্দিন পাড়ার মো. নিজাম সরদার (৩৮) ও পৌরসভার নছর উদ্দিন সরদার পাড়ার মো. আরিফ মিয়া (৪২)। অসুস্থ্য অটোরিক্সা চালক উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. জুড়ান শেখ এর ছেলে সোহেল শেখ (২১)।
জুড়ান শেখ জানান, শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে যাত্রীর ট্রিপ ধরতে বের হয়। রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাট এলাকায় যাত্রী পরিবহনের জন্য অপেক্ষা করতে থাকে। এসময় নিজাম সরদার ও আরিফ মিয়া একটি পুরাতন ছোট মোটর পাম্প নিয়ে উজানচর ছব্দুল খার পাড়া আবুলের দোকান যাবে বলে ভাড়া করে। রওয়ানা হওয়ার কিছুদূর সামনে যেতেই তাদের কাছে থাকা সেভেনআপ বের করে সোহেলকে সেবনের জন্য অনুরোধ করলে পান করে। কিছুদূর পৌছানোর পর অসুস্থ্যতা বোধ করলে সোয়া ১২ টার দিকে আবুলের দোকানে পৌছানোর আগেই রিক্সা থেকে সোহেল পড়ে যান। এসময় তাকে রেখে অটোরিক্সা নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে স্থানীয় কয়েকজন টের পান। তাৎক্ষনিকভাবে তাকে আটকানোর পর সোহেলকে চিনতে পেরে বাড়িতে মুঠোফোনে খবরটি দেন। খবর পেয়ে পরিবারের লোকজন আবুলের দোকানে পৌছে সোহেলকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করেন। আর নিজাম সরদার এবং আরিফ মিয়াকে স্থানীয় লোকজন আটক করেছে দেখতে পান। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, খবর পেয়ে ওই রাতেই সোহেল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাথে স্থানীয় লোকজনের হাতে আটক নিজাম এবং আরিফকে আটক করা হয়। রোববার সোহেল কিছুটা সুস্থ্য হওয়ার পর ঘটনাটি খুলে বললে অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগে নিজাম এবং আরিফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।