০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও নৌ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও নৌর‌্যালি বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত “জেলা টাস্কফোর্স কমিটি” কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাটে অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে “ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।

এসময় অন্যান্যের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, গোয়ালন্দ উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, বিশিষ্ট মাছ ব্যবসায়ী বাদল বিশ্বাস প্রমূখ।

আলোচনা সভায় উপস্থিত কয়েকশ জেলের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জাটকা মাছ শিকার বন্ধের আহ্বান জানান। এ জন্য জেলেদের সরকারিভাবে সহযোগিতা করা হচ্ছে। যারা সরকারি নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনা সভা শেষে দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাট থেকে রাজবাড়ী সদর উপজেলার বরাট পর্যন্ত পদ্মা নদীতে বিশাল নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় কয়েকশ জেলের উপস্থিতিতে বেশ কিছু নৌকা র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও নৌ র‌্যালি

পোস্ট হয়েছেঃ ১১:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও নৌর‌্যালি বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত “জেলা টাস্কফোর্স কমিটি” কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাটে অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে “ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।

এসময় অন্যান্যের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, গোয়ালন্দ উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, বিশিষ্ট মাছ ব্যবসায়ী বাদল বিশ্বাস প্রমূখ।

আলোচনা সভায় উপস্থিত কয়েকশ জেলের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জাটকা মাছ শিকার বন্ধের আহ্বান জানান। এ জন্য জেলেদের সরকারিভাবে সহযোগিতা করা হচ্ছে। যারা সরকারি নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনা সভা শেষে দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাট থেকে রাজবাড়ী সদর উপজেলার বরাট পর্যন্ত পদ্মা নদীতে বিশাল নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় কয়েকশ জেলের উপস্থিতিতে বেশ কিছু নৌকা র‌্যালিতে অংশ গ্রহণ করেন।