০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলার উপনির্বাচনঃ ভোটারদের চেয়ে কর্মীদের তৎপরতা ছিল বেশি

নিজস্ব প্রতিবেদকঃ বন্যা ও করোনার কারণে দুই দফা স্থগিতের পর বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিলনা। তবে কেন্দ্রের বাইরে প্রার্থীর কর্মীদের তৎপরতা ছিল বেশি।

বৃহস্পতিবার উপজেলার ৩৫টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্র ঘুরে চিত্র ছিল প্রায় একই রকম। ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। সকালের দিকে কুয়াশা ঘেরা পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। এসময় অধিকাংশ কেন্দ্র ছিল একেবারেই ফাঁকা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি বা অভিযোগ পাওয়া যায়নি।

শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন স্থানীয় চিত্ত রঞ্জন দাস ও উমা রানী দাস দম্পতি। প্রবীন এই ভোটার অনেকটা হাসিমুখে কেন্দ্রে ভোট দিতে আসেন। তাদের ভাষ্য, প্রায় ১৪ বছর পরে শান্তিপূর্ণ পরিবেশে মন খুলে ভোট দিতে এসেছি। জীবনে আর হয়তো ভোট দিতে পারবো কি না। তাই স্বামী-স্ত্রী একত্রে ভোট দিতে এসেছি।

দুপুরে ভোটের পরিস্থিতি দেখতে সরেজমিন কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম। এসময় তাঁদের সাথে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমূখ কর্মকর্তাগন ছিলেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, গত বছর ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর কারণে ভোট গ্রহণ হলেও চেয়ারম্যান পদে দ্বিতীয় প্রার্থী না থাকায় এবিএম নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন। ৭ মাস পর গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন। স্থানীয় সরকার বিভাগ উপজেলা চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করে।

চলতি বছর ২৯ মার্চ উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা হলে আওয়ামী লীগের প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) ও বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব আলম শাহীন (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করেন। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ভোট গ্রহণের চার দিন আগে ২৫ মার্চ নির্বাচন স্থগিত হয়।

১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ১০ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। ওইদিন সন্ধ্যায় নুরুল ইসলাম মন্ডল গুরুতর অসুস্থ্য হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরদিন ১৪ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ১০ অক্টোবর ভোট গ্রহণের তারিখ পুনরায় স্থগিত হয়। ৪ নভেম্বর নির্বাচন কমিশনের নতুন তফসিলে ১০ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে। সরকার দলীয় প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা), বিএনপি প্রার্থী মাহাবুব আলম শাহিন (ধানের শীষ) সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী (আনারস), প্রয়াত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে মো. আরিফুজ্জামান (ঘোড়া) ও সুলতান (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলার ভোটার সংখ্যা ৯১ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ৪৬ হাজার ৮৫ এবং মহিলা ভোটার সংখ্যা ৪৫ হাজার ৩৫৫ জন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ উপজেলার উপনির্বাচনঃ ভোটারদের চেয়ে কর্মীদের তৎপরতা ছিল বেশি

পোস্ট হয়েছেঃ ১২:০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ বন্যা ও করোনার কারণে দুই দফা স্থগিতের পর বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিলনা। তবে কেন্দ্রের বাইরে প্রার্থীর কর্মীদের তৎপরতা ছিল বেশি।

বৃহস্পতিবার উপজেলার ৩৫টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্র ঘুরে চিত্র ছিল প্রায় একই রকম। ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। সকালের দিকে কুয়াশা ঘেরা পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। এসময় অধিকাংশ কেন্দ্র ছিল একেবারেই ফাঁকা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি বা অভিযোগ পাওয়া যায়নি।

শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন স্থানীয় চিত্ত রঞ্জন দাস ও উমা রানী দাস দম্পতি। প্রবীন এই ভোটার অনেকটা হাসিমুখে কেন্দ্রে ভোট দিতে আসেন। তাদের ভাষ্য, প্রায় ১৪ বছর পরে শান্তিপূর্ণ পরিবেশে মন খুলে ভোট দিতে এসেছি। জীবনে আর হয়তো ভোট দিতে পারবো কি না। তাই স্বামী-স্ত্রী একত্রে ভোট দিতে এসেছি।

দুপুরে ভোটের পরিস্থিতি দেখতে সরেজমিন কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম। এসময় তাঁদের সাথে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমূখ কর্মকর্তাগন ছিলেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, গত বছর ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর কারণে ভোট গ্রহণ হলেও চেয়ারম্যান পদে দ্বিতীয় প্রার্থী না থাকায় এবিএম নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন। ৭ মাস পর গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন। স্থানীয় সরকার বিভাগ উপজেলা চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করে।

চলতি বছর ২৯ মার্চ উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা হলে আওয়ামী লীগের প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) ও বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব আলম শাহীন (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করেন। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ভোট গ্রহণের চার দিন আগে ২৫ মার্চ নির্বাচন স্থগিত হয়।

১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ১০ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। ওইদিন সন্ধ্যায় নুরুল ইসলাম মন্ডল গুরুতর অসুস্থ্য হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরদিন ১৪ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ১০ অক্টোবর ভোট গ্রহণের তারিখ পুনরায় স্থগিত হয়। ৪ নভেম্বর নির্বাচন কমিশনের নতুন তফসিলে ১০ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে। সরকার দলীয় প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা), বিএনপি প্রার্থী মাহাবুব আলম শাহিন (ধানের শীষ) সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী (আনারস), প্রয়াত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে মো. আরিফুজ্জামান (ঘোড়া) ও সুলতান (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলার ভোটার সংখ্যা ৯১ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ৪৬ হাজার ৮৫ এবং মহিলা ভোটার সংখ্যা ৪৫ হাজার ৩৫৫ জন।