০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ার যৌনপল্লির বাসিন্দারা পেল করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির নারীদের মাঝে বুধবার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় গণটিকা প্রদান করা হয়। সারা দেশে ৭ আগষ্ট থেকে শুরু হওয়া গণটিকা প্রদানের কর্মসূচির অংশ হিসেবে যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রে পল্লির ৪০০ জনকে এই টিকা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ। বেলা ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে। দুপুরে কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন। উপস্থিত ছিলে গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মাহজাবীন চৌধুরী, দৌলতদিয়া গণস্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, চিকিৎসা কর্মকর্তা সৌরভ কুমার বিশ্বাস, তনিমা ইয়াসমিন এ্যানি, পায়াক্ট এর ব্যবস্থাপক মজিবুর রহমান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, লাইট হাউজ সমিতির ব্যবস্থাপক খালেদা আক্তার প্রমূখ।

গণস্বাস্থ্য কেন্দ্র দৌলতদিয়া কার্যালয় ছাড়াও বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতি, পায়াক্ট বাংলাদেশ, যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহার নারী ঐক্য সংগঠন এবং লাইট হাউজ এর সার্বিক সহযোগিতায় গণটিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার দুপুরে দেখা যায়, যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রের এক পাশে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। গণস্বাস্থ্যে কেন্দ্রের কর্মীরা যৌনকর্মীদের রেজিষ্ট্রেশন করে দিচ্ছেন। সাথে পায়াক্ট কার্যালয়ে যৌনকর্মীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। রেজিষ্ট্রেশন শেষ করে গণস্বাস্থ্য কেন্দ্রে সারিবদ্ধভাবে টিকা প্রদান করা হচ্ছে।

পায়াক্ট কার্যালয়ে যৌনকর্মীদের রেজিষ্ট্রেশন কাজে ব্যস্ত অফিস সুপার শেখ রাজিব বলেন, টিকা প্রদান করবে বলে মঙ্গলবার থেকে যৌনকর্মীদের রেজিষ্ট্রেন করে দিচ্ছি। বুধবার দুপুর পর্যন্ত একাই ১০০ জনের মতো রেজিষ্ট্রেশন করেছি। সমাজের অবহেলিত এ ধরনের মানুষের জন্য কিছু করতে পারাটাও ভালো কাজ বলে মনে করি।

মমিনা বেগম (ছদ্মনাম) নামের আরেক যৌনকর্মী বলেন, সমাজের মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখলেও সরকার বা প্রশাসন আমাদের জন্য ঠিকইভাবে। না হলে আজ আমরা এখানে বসে টিকা নিতে পারতাম না। প্রথমে ভয়ে ছিলাম যদি কিছু হয়। আল্লাহর রহমতে এখন একটু শান্তি পাচ্ছি।

অবহেলিত অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, সমাজের আর সকল মানুষের মতো যৌনকর্মীদেরও সকল সুবিধা পাওয়ার অধিকার আছে। সরকার অবহেলিত নারী হয়েও রাষ্ট্রের অন্যসব নাগরিকের মতো করোনা ভ্যাকসিন বিনামূল্যে ব্যবস্থা করে দিচ্ছে বলে কৃতজ্ঞ জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে যৌনপল্লির বাসিন্দাদের জন্য টিকার ব্যবস্থা করেছি। তাদের মধ্যে এক ধরনের অজানা ভয় ছিল। ভয় কাটাতে এবং উৎসাহ বাড়াতে বুধবার সিনোফার্মের এই টিকা প্রদান করা হয়েছে। প্রথমে ৩০০ জনের টার্গেট ছিল। রেজিষ্ট্রশন বেশি হওয়ায় তিন শতাধিক যৌনকর্মী, পল্লি সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীসহ ৪০০জনকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়। রেজিষ্ট্রেশনকৃত কেউ বাকি থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিবেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ার যৌনপল্লির বাসিন্দারা পেল করোনা ভ্যাকসিন

পোস্ট হয়েছেঃ ১১:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির নারীদের মাঝে বুধবার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় গণটিকা প্রদান করা হয়। সারা দেশে ৭ আগষ্ট থেকে শুরু হওয়া গণটিকা প্রদানের কর্মসূচির অংশ হিসেবে যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রে পল্লির ৪০০ জনকে এই টিকা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ। বেলা ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে। দুপুরে কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন। উপস্থিত ছিলে গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মাহজাবীন চৌধুরী, দৌলতদিয়া গণস্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, চিকিৎসা কর্মকর্তা সৌরভ কুমার বিশ্বাস, তনিমা ইয়াসমিন এ্যানি, পায়াক্ট এর ব্যবস্থাপক মজিবুর রহমান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, লাইট হাউজ সমিতির ব্যবস্থাপক খালেদা আক্তার প্রমূখ।

গণস্বাস্থ্য কেন্দ্র দৌলতদিয়া কার্যালয় ছাড়াও বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতি, পায়াক্ট বাংলাদেশ, যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহার নারী ঐক্য সংগঠন এবং লাইট হাউজ এর সার্বিক সহযোগিতায় গণটিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার দুপুরে দেখা যায়, যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রের এক পাশে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। গণস্বাস্থ্যে কেন্দ্রের কর্মীরা যৌনকর্মীদের রেজিষ্ট্রেশন করে দিচ্ছেন। সাথে পায়াক্ট কার্যালয়ে যৌনকর্মীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। রেজিষ্ট্রেশন শেষ করে গণস্বাস্থ্য কেন্দ্রে সারিবদ্ধভাবে টিকা প্রদান করা হচ্ছে।

পায়াক্ট কার্যালয়ে যৌনকর্মীদের রেজিষ্ট্রেশন কাজে ব্যস্ত অফিস সুপার শেখ রাজিব বলেন, টিকা প্রদান করবে বলে মঙ্গলবার থেকে যৌনকর্মীদের রেজিষ্ট্রেন করে দিচ্ছি। বুধবার দুপুর পর্যন্ত একাই ১০০ জনের মতো রেজিষ্ট্রেশন করেছি। সমাজের অবহেলিত এ ধরনের মানুষের জন্য কিছু করতে পারাটাও ভালো কাজ বলে মনে করি।

মমিনা বেগম (ছদ্মনাম) নামের আরেক যৌনকর্মী বলেন, সমাজের মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখলেও সরকার বা প্রশাসন আমাদের জন্য ঠিকইভাবে। না হলে আজ আমরা এখানে বসে টিকা নিতে পারতাম না। প্রথমে ভয়ে ছিলাম যদি কিছু হয়। আল্লাহর রহমতে এখন একটু শান্তি পাচ্ছি।

অবহেলিত অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, সমাজের আর সকল মানুষের মতো যৌনকর্মীদেরও সকল সুবিধা পাওয়ার অধিকার আছে। সরকার অবহেলিত নারী হয়েও রাষ্ট্রের অন্যসব নাগরিকের মতো করোনা ভ্যাকসিন বিনামূল্যে ব্যবস্থা করে দিচ্ছে বলে কৃতজ্ঞ জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে যৌনপল্লির বাসিন্দাদের জন্য টিকার ব্যবস্থা করেছি। তাদের মধ্যে এক ধরনের অজানা ভয় ছিল। ভয় কাটাতে এবং উৎসাহ বাড়াতে বুধবার সিনোফার্মের এই টিকা প্রদান করা হয়েছে। প্রথমে ৩০০ জনের টার্গেট ছিল। রেজিষ্ট্রশন বেশি হওয়ায় তিন শতাধিক যৌনকর্মী, পল্লি সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীসহ ৪০০জনকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়। রেজিষ্ট্রেশনকৃত কেউ বাকি থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিবেন।