মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৩০০ গ্রাম হেরোইন এবং নগদ ২ লাখ ৮ হাজার ৭৫০ টাকাসহ তুহিন মোল্লা (২৫) নামের এক তরুনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তুহিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়ার মো. বানু মোল্লার ছেলে। সে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার একজন চিন্থিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
বুধবার (৭ এপ্রিল) বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান এর নেতৃত্বে এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যার পর তাকে নিয়ে সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয়ে হাজির করা হয়।
গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিন মোল্লার বসত ঘরের টেবিল ফ্যানের মধ্যে থেকে ৩০০ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৮ হাজার ৭৫০টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।এ ব্যাপারে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানায় একটি একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।