০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ৬ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৬ অক্টোবর শনিবার। শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের ছবি দিয়ে বানানো ব্যানার, ফেস্টুন,বিলবোড ও তোরণ দিয়ে সাজানো হয়েছে । সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব দলীয় নেতাকর্মীরা।

জানা যায়, রাজবাড়ী-২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সাংগঠনিক সস্পাদক মির্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দীন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও ইকবাল হোসেন অপু এমপি প্রমুখ।

সর্বশেষ ২০১৫ সালের ১২ নভেম্বর শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।

পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কাজী কেরামত আলী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে পরবর্তী জেলা সম্মেলন পর্যন্ত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম একটি পত্র প্রদান করেন। ওই সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে মনোনীত করা হয়। পরে জেলা কমিটির প্রেরিত ওই সিদ্ধান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৬ অক্টোবর

পোস্ট হয়েছেঃ ১০:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ৬ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৬ অক্টোবর শনিবার। শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের ছবি দিয়ে বানানো ব্যানার, ফেস্টুন,বিলবোড ও তোরণ দিয়ে সাজানো হয়েছে । সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব দলীয় নেতাকর্মীরা।

জানা যায়, রাজবাড়ী-২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সাংগঠনিক সস্পাদক মির্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দীন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও ইকবাল হোসেন অপু এমপি প্রমুখ।

সর্বশেষ ২০১৫ সালের ১২ নভেম্বর শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।

পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কাজী কেরামত আলী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে পরবর্তী জেলা সম্মেলন পর্যন্ত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম একটি পত্র প্রদান করেন। ওই সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে মনোনীত করা হয়। পরে জেলা কমিটির প্রেরিত ওই সিদ্ধান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।