০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় শনিবার সকাল ৯টায় গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের মিলনায়তনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান বক্তব্য রাখেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ও ফরিদপুর অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বক্তব্য রাখেন।

কর্মকর্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।

গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস সহ প্রমুখ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২২৯টি বুথ করা হয়েছে। নির্বাচনে ৪১জন প্রিজাইডিং, ২২৯জন সহকারী প্রিজাইডিং ও ৪৫৮ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও উপজেলার মোট ভোটার রয়েছে ৯৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫০ হাজার ৫৬৬ জন ও নারীর ভোটারের সংখ্যা ৪৮ হাজার ৯৯৪জন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

পোস্ট হয়েছেঃ ০৯:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় শনিবার সকাল ৯টায় গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের মিলনায়তনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান বক্তব্য রাখেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ও ফরিদপুর অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বক্তব্য রাখেন।

কর্মকর্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।

গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস সহ প্রমুখ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২২৯টি বুথ করা হয়েছে। নির্বাচনে ৪১জন প্রিজাইডিং, ২২৯জন সহকারী প্রিজাইডিং ও ৪৫৮ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও উপজেলার মোট ভোটার রয়েছে ৯৯ হাজার ৫৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫০ হাজার ৫৬৬ জন ও নারীর ভোটারের সংখ্যা ৪৮ হাজার ৯৯৪জন।