০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আদালতের মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ, সংঘর্ষে আহত ৪

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা বার এসাসিয়েশনের জমি দখল করে মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন ও সমাবেশ করেছেন আইনজীবীরা। মানববন্ধন শেষে আইনজীবিরা আদালত চত্ত্বরে সমাবেশ করতে গেলে আদালতের কর্মচারীদের সাথে আইনজীবীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত হন চার আইনজীবী। আহতরা হলেন, মেহেদী হাসান, মোস্তফা মিঠু, সম্রাটসহ চর জন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্ত্বরে এ মারপিটের ঘটনা ঘটে।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন এর সভাপতি এ্যাডভোকেট স্বপন কুমার সোম সাংবাদিকদের বলেন, অবৈধভাবে রাজবাড়ী বার এসোসিয়েশনের জমিতে জেলা ও দায়রা জজ আদালত মার্কেট নির্মাণ করছেন। আমরা রাজবাড়ীর আদালতে মামলা করেছি। কিন্তু সে মামলা গ্রহণ বা রিজেক্ট কোনোটি করেনি আদালত। এ কারনে আমরা রাজবাড়ীর যুগ্ম জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

সমাবেশ শেষে আইনজীবীরা মিছিল নিয়ে নির্মাণাধীন মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা জজ আদালতের কর্মচারীদের সাথে বাকবিতন্ডা ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করে। সংঘর্ষে জেলা বার এর চার আইনজীবী আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আইজনজীবীরা দাবি করেন জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের উপর হামলা করেছে। তারা এর দৃষ্টান্তমূলক বিচার এবং অবৈধ মার্কেট নির্মাণ কাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে আদালতের মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ, সংঘর্ষে আহত ৪

পোস্ট হয়েছেঃ ০৭:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা বার এসাসিয়েশনের জমি দখল করে মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন ও সমাবেশ করেছেন আইনজীবীরা। মানববন্ধন শেষে আইনজীবিরা আদালত চত্ত্বরে সমাবেশ করতে গেলে আদালতের কর্মচারীদের সাথে আইনজীবীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত হন চার আইনজীবী। আহতরা হলেন, মেহেদী হাসান, মোস্তফা মিঠু, সম্রাটসহ চর জন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্ত্বরে এ মারপিটের ঘটনা ঘটে।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন এর সভাপতি এ্যাডভোকেট স্বপন কুমার সোম সাংবাদিকদের বলেন, অবৈধভাবে রাজবাড়ী বার এসোসিয়েশনের জমিতে জেলা ও দায়রা জজ আদালত মার্কেট নির্মাণ করছেন। আমরা রাজবাড়ীর আদালতে মামলা করেছি। কিন্তু সে মামলা গ্রহণ বা রিজেক্ট কোনোটি করেনি আদালত। এ কারনে আমরা রাজবাড়ীর যুগ্ম জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

সমাবেশ শেষে আইনজীবীরা মিছিল নিয়ে নির্মাণাধীন মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা জজ আদালতের কর্মচারীদের সাথে বাকবিতন্ডা ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করে। সংঘর্ষে জেলা বার এর চার আইনজীবী আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আইজনজীবীরা দাবি করেন জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের উপর হামলা করেছে। তারা এর দৃষ্টান্তমূলক বিচার এবং অবৈধ মার্কেট নির্মাণ কাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন।