Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি করে যাত্রীদের মালামাল ছিনিয়ে নিত তারা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া ফেরি ঘাট সড়কের জিরো পয়েন্ট থেকে পুলিশ পরিচয়ে গাড়িতে তল্লাশিকালে সুমন খন্দকার (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার সেকেন খন্দকারের ছেলে। এ সময় তার সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। গত শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত সুমন খন্দকারসহ একটি চক্র প্রতিনিয়িত দৌলতদিয়া ঘাট এলাকায় পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালাতো। এ সময় সুযোগ বুঝে চক্রটি গুরুত্বপূর্ণ মালামাল সহ নগদ টাকা ও স্বর্ণলংকার ছিনিয়ে নিত। এই চক্রের ১০-১২ জনের সদস্য রয়েছে। চক্রের অন্যতম সদস্য সুমন খন্দকার। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ওসি জানান, গত শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অনুপ চন্দ্র সরকার সহ পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় হোন্ডা মোবাইল-৪ এর ডিউটিরত ছিলেন। তারা দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থান কালে জানতে পারেন ফেরি ঘাট সড়কের জিরো পয়েন্টের সিদ্দিক কাজী পাড়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহি গাড়ি থামিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় কোন পুলিশ নেই নিশ্চিত হওয়ার পর তাদের সন্দেহ হলে দ্রুত ঘটনাস্থলে পৌছে। এসময় দেখতে পান, গাড়ির যাত্রী মোহাম্মদ মনির শেখ (৩০) ও আমির হামজা মীর মালত (২২) নামের ফরিদপুর কোতয়ালী থানা এলাকার দুইজনকে কয়েকজন ব্যক্তি জিজ্ঞাসাবাদ করছে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মোবাইল টিম তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা কোন থানায় কর্মরত আছেন বিপি নাম্বার কত জানতে চাইলে কয়েকজন দৌড়ে পালিয়ে যান। তবে হাতেনাতে সুমন খন্দকারকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেকে ভূয়া পুলিশ বলে স্বীকার করে। পরে সুমন সাথে থাকা পাঁচজনের পরিচয় নিশ্চিত করেন এবং অজ্ঞাত আরো ৪-৫ জনের কথাও জানান।

পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন, গ্রেপ্তারকৃত সুমন খন্দকারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ২০২২ সালের ১০ নভেম্বর দ্রুত বিচার আইনে একটি এবং ২০২১ সালের ৮ অক্টোবর পেনাল কোড-১৮৬০ এর ধারায় আরেকটি মামলা রয়েছে। তার সাথে থাকা পলাতক অপর পাঁচজনের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে সহ একাধিক ছিনতাই, ডাকতি এবং মাদক মামলা রয়েছে।

ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রোববার রাতেই গ্রেপ্তারকৃত সুমন খন্দকারসহ পাঁচজনকে টিহিৃত এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় ধারা-১৭০/৩৪ পেনাল কোড মামলা (নং-২১) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমনকে সোমবার দুপুরে রাজবাড়ীর মূখ্য বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি