Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

গোয়ালন্দে ইংরেজি শিক্ষকদের ভাষা শিক্ষা প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৮ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাধ্যমিক স্কুল পর্যায়ের ৪০ জন ইংরেজি শিক্ষককে ইংরেজি ভাষা শিক্ষার উপর বিশেষ প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে শিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ প্রশিক্ষণের আয়োজন করে।

গত ৫ ফেব্রুয়ারী শুরু হওয়া এ  প্রশিক্ষণ শেষ হয় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে। রাজবাড়ী জেলার ৫টি উপজেলার পৃথক ৫টি কেন্দ্রে ৪০ জন করে মোট ২০০ জন শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহন করেন। নায়েমের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণ প্রদান করেন।

গোয়ালন্দ প্রপার হাইস্কুল কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণের প্রশিক্ষক ও সমন্বয়কের দায়িত্বে ছিলেন নায়েমের টিচার্স ট্রেইনার মো. মিজানুর রহমান। অন্যান্য প্রশিক্ষকগন ছিলেন সৈয়দ মো. আব্দুল হান্নান, মুহাম্মদ কামরুল আহসান ও মোহাম্মদ নূরে আলম শাহীন। প্রপার হাইস্কুল কেন্দ্রের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ আহসান হাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ও নায়েমের হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী হুমায়ুন কবির।

প্রশিক্ষণ গ্রহনকারী শিক্ষক লুৎফর রহমান, দেওয়ান আব্দুল মতিন, ইউসুফ আলী মন্ডল, মেহেদী আবু হাসান, মো. ফেরদৌস আলী, কৃষ্ণ কান্ত মন্ডল, শামীম শেখ, লিয়াকত হোসেন, আয়েশা সিদ্দিকা, চায়না রানী, সৈয়দা সুফিয়া বেগমসহ অনেকেই বলেন, তারা এতদিন শিক্ষার্থীদের গ্রামার নির্ভর ইংরেজি শিক্ষা দিতেন। এ শিক্ষা তাদের ভবিষ্যৎ বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগত না। এই প্রশিক্ষণ পেয়ে তারা নিজেরা অনেক সমৃদ্ধ হয়েছেন। আশা করছি এখন থেকে তারা শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষাদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারবেন।

অনুষ্ঠানের সভাপতি নায়েমের উপ-পরিচালক আহসান হাবীব বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। দেশ-বিদেশের সর্বত্রই এর ব্যবহার রয়েছে। শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে ইংরেজি ভাষা শিক্ষা গ্রহনের কোন বিকল্প নেই। এ জন্য তাদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে আগে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা ছিল নায়েমের ২২ তম প্রশিক্ষণ। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দোরগোড়ায় পৌছে দিতে দেশজুড়ে নায়েমের এ কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি