০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ঘুমন্ত অবস্থায় উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর অগ্নিদগ্ধ, ঢাকায় স্থানান্তর

ষ্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের একটি কক্ষে আগুন লেগে উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর মুহাম্মদ সাইফুর রহমান (৪০) ঘুমন্ত অবস্থায় অগ্নিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘরের দরজা ভেঙ্গে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, বৃহস্পতিবার বেলা চারটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটার থেকে চিৎকারের শব্দ পেয়ে তারা সবাই দৌড়ে যান। গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কক্ষের ভিতর থেকে ধোয়া বের হচ্ছিল। পরে সবাই মিলে ঘরের দরজা ভেঙ্গে উপজেলার স্যানেটারি ইন্সেপেক্টর মুহাম্মদ সাইফুর রহমানকে অগ্নিদগ্ধ ও বিবস্ত্র অবস্থায় দরজার সামনে গড়াগড়ি পারা অবস্থায় উদ্ধার করেন। এসময় ঘরের জানালা সবই বন্ধ ছিল। আগুনে তাঁর গলাসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। সাইফুর রহমান ম্যাসের আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে একা বসবাস করতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান অন্যরা গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীতে থাকেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, ঘরে জ্বলন্ত মশার কয়েল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল ধরিয়ে সে দুপুরে ঘুমাচ্ছিলেন। আগুনের উত্তাপে তার ঘুম ভেঙ্গে যায়। হয়তো অসাবধানতা বশত মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। তার বিছানার চাদর সহ ঘরের অন্যান্য জিনিপত্র পুড়ে গেছে। ঘরের ভিতর ধোয়ায় অন্ধকার হয়ে গেলে সে আর দরজা খুলে বের হতে পারছিলনা। সে অনেক আওয়াজ করে চিৎকার করতে ছিলেন। তাঁর চিৎকারের আওয়াজ পেয়ে আমরা ঘরের দরজা ভেঙ্গে দেখি শরীরের লুঙ্গি পুড়ে বিবস্ত্র অবস্থায় পড়ে গড়াগাড়ি করছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে আমি নিজে (স্বাস্থ্য কর্মকর্তা) গাড়িতে করে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিভাবে আগুন লেগেছে এর সঠিক কারণ বলতে পারছিনা না। সাইফুর রহমানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারে পরিবারসহ বসবাস করতেন। করোনাভাইরাসের কারণে কয়েক দিন আগে তিনি স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ঘুমন্ত অবস্থায় উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর অগ্নিদগ্ধ, ঢাকায় স্থানান্তর

পোস্ট হয়েছেঃ ০৬:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের একটি কক্ষে আগুন লেগে উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর মুহাম্মদ সাইফুর রহমান (৪০) ঘুমন্ত অবস্থায় অগ্নিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘরের দরজা ভেঙ্গে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, বৃহস্পতিবার বেলা চারটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটার থেকে চিৎকারের শব্দ পেয়ে তারা সবাই দৌড়ে যান। গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কক্ষের ভিতর থেকে ধোয়া বের হচ্ছিল। পরে সবাই মিলে ঘরের দরজা ভেঙ্গে উপজেলার স্যানেটারি ইন্সেপেক্টর মুহাম্মদ সাইফুর রহমানকে অগ্নিদগ্ধ ও বিবস্ত্র অবস্থায় দরজার সামনে গড়াগড়ি পারা অবস্থায় উদ্ধার করেন। এসময় ঘরের জানালা সবই বন্ধ ছিল। আগুনে তাঁর গলাসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। সাইফুর রহমান ম্যাসের আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে একা বসবাস করতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান অন্যরা গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীতে থাকেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, ঘরে জ্বলন্ত মশার কয়েল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল ধরিয়ে সে দুপুরে ঘুমাচ্ছিলেন। আগুনের উত্তাপে তার ঘুম ভেঙ্গে যায়। হয়তো অসাবধানতা বশত মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। তার বিছানার চাদর সহ ঘরের অন্যান্য জিনিপত্র পুড়ে গেছে। ঘরের ভিতর ধোয়ায় অন্ধকার হয়ে গেলে সে আর দরজা খুলে বের হতে পারছিলনা। সে অনেক আওয়াজ করে চিৎকার করতে ছিলেন। তাঁর চিৎকারের আওয়াজ পেয়ে আমরা ঘরের দরজা ভেঙ্গে দেখি শরীরের লুঙ্গি পুড়ে বিবস্ত্র অবস্থায় পড়ে গড়াগাড়ি করছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে আমি নিজে (স্বাস্থ্য কর্মকর্তা) গাড়িতে করে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিভাবে আগুন লেগেছে এর সঠিক কারণ বলতে পারছিনা না। সাইফুর রহমানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারে পরিবারসহ বসবাস করতেন। করোনাভাইরাসের কারণে কয়েক দিন আগে তিনি স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন।