• ঢাকা
  • শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ আগস্ট, ২০২৪

ফরিদপুর সাহিত্য পরিষদের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ নানা আয়োজনে ফরিদপুর সাহিত্য পরিষদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কবি সুফি মোতাহার হোসেন এর ৪৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীতানুষ্টান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০আগষ্ট) সন্ধ্যায় জেলা শহরের প্রধান সড়ক সংলগ্ন ফরিদপুর সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ।

ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক, লেখক ও প্রাবান্ধিক মফিজ ইমাম মিলন, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, নাট্য নির্দেশক ম. নিজাম, ফারাহ দিবা আহমেদ সহ প্রমূখ।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি কাজী এজাজ হাসান, অধ্যাপক মো. খালেকুজ্জামান, অধ্যাপক সবিতা বৈরাগী, কবি আব্দুর রাজ্জাক রাজা, কবি কে এম আজিজুর রহমান, কবি আব্দুস সামাদ মিয়া, কবি নীলুফার ইয়াছমিন রুবি প্রমূখ। সংগীত পরিবেশন করেন শিল্পী শরিফ মাহমুদ সোহান ও গোবিন্দ বাগচী।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর