০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, একই পরিবারের তিনজন সহ নিহত ৪, আহত ৭ (ভিডিও)

রাজবাড়ীমেইল ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় রোববার পণ্যবাহি ট্রাকের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা-ছেলে সহ একই পরিবারের তিনজন ও ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭জন।

গোয়ালন্দ, রাজবাড়ী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন মেহেরপুর মুজিবনগর উপজেলার বল্লবপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী সুব্রত মন্ডল (৩০), তাঁদের একমাত্র ছেলে সন্তান লিজান বিশ্বাস (৬), সুব্রত মন্ডলের ভাই শ্যামল মন্ডল (২৫) ও ট্রাক চালক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মো. রিপন (৪০)। আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ব্যবসায়ী বিপুল বিশ্বাস (৪৫), তাঁর শ্বাশুড়ি (৫৫), চালক মামতো ভাই রাজন মন্ডল (৩০) এবং দুই রিক্সা চালকসহ এক যাত্রী ও ট্রাকের সহকারী আব্দুর রহিম। ট্রাকের চালক ঘুমিয়ে ছিলেন আর হেলপার গাড়ি চালাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী শাকিব প্রামানিক বলেন, সকাল পৌনে দশটার দিকে ষ্ট্যান্ডার্ড ইট ভাটার সামনে বিকট এক শব্দ পেয়ে আমরা সবাই এগিয়ে যায়। মহাসড়কের পূর্ব পাশে পড়ে থাকা আহত দুই রিক্সা চালক জানান, গোয়ালন্দ মোগবুলের দোকান থেকে যাত্রী নিয়ে খানখানাপুরের দিকে যাচ্ছিলেন তারা। ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২-৪৩৫৫) সামনে থাকা একটি গাড়ি অতিক্রম করলে রিক্সার সাথে ধাক্কা মারে। এতে রিক্সা দুটি ছিটকে পাশে খাদে পড়ে যায়। পিছনে থাকা চুয়াডাঙ্গাগামী রডবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৬৯১৮) রিক্সাকে অতিক্রমের সময় প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে প্রাইভেটকার চুড়মার হয়ে পাশে খাদে পড়ে। ট্রাকটি পাশের খাদে পড়ে গাছের সাথে ধাক্কা মারে। প্রাইভেটকার থেকে রক্তাত্ব অবস্থায় ৬জনকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযান শুরু করে।

নিহত সুব্রত মন্ডলের স্বামী বিপুল বিশ্বাস বলেন, রোববার ভোর ছয়টার দিকে জীবননগর গ্রামের বাড়ি থেকে তাঁদের ব্যক্তিগত গাড়ি নিয়ে স্ত্রী, সন্তান, শ্যালক ও শ্বাশুড়িকে নিয়ে ঢাকার বাসার উদ্দেশ্যে রওয়ানা করেন। গাড়ি চালাচ্ছিল তাঁর মামাতো ভাই রাজন মন্ডল। কিছু বুঝে ওঠার আগেই বিপরিত দিক থেকে ট্রাকটি এসে তাঁদের গাড়ির সাথে ধাক্কা মারে। এরপর দেখি আমার স্ত্রীসহ তার কোলে থাকা একমাত্র শিশু বাচ্চাটিও রক্তাত্ব হয়ে টলে পড়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশে গাছের সাথে ট্রাকের সামনের অংশ ভেঙ্গে আটকে যাওয়ায় ফায়ার সার্ভিসের দল সহকারী ও চালককে উদ্ধারে কাজ করছে। তাঁদের সাথে ফরিদপুর থেকে একটি দল অংশ নিয়েছে। সংঘর্ষের কারণে ট্রাকে আগুন ধরেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা একদিকে আগুন নেভাচ্ছে, আরেক দিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস দলের প্রধান রবিউল ইসলাম বলেন, ট্রাকের ক্যাবিনে আটকে থাকা চালক মো. রিপন ও ষ্ট্রিয়ারিংয়ে থাকা সহকারী (হেলপার) আব্দুর রহিমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল। এরমধ্যে চালক ভিতরে আটকে মারা গেছেন। সহকারী এখনো জীবিত রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান খান, গোয়ালন্দের ইউএনও রুবায়েত হায়াত শিপলু ও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরিফুজ্জামান, হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম প্রমূখ।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান, নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা বেশি খারাপ। লাশের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান বলেন, ট্রাকের সহকারী ট্রাক চালাচ্ছিলেন। চালক ক্যবিনে ঘুমন্ত অবস্থায় ছিল। চালক ঘুমন্ত অবস্থায় মারা যান। সহকারী ষ্ট্রিয়ারিংয়ে থাকায় গুরুতর আহত হন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, একই পরিবারের তিনজন সহ নিহত ৪, আহত ৭ (ভিডিও)

পোস্ট হয়েছেঃ ০৫:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় রোববার পণ্যবাহি ট্রাকের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা-ছেলে সহ একই পরিবারের তিনজন ও ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭জন।

গোয়ালন্দ, রাজবাড়ী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন মেহেরপুর মুজিবনগর উপজেলার বল্লবপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী সুব্রত মন্ডল (৩০), তাঁদের একমাত্র ছেলে সন্তান লিজান বিশ্বাস (৬), সুব্রত মন্ডলের ভাই শ্যামল মন্ডল (২৫) ও ট্রাক চালক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মো. রিপন (৪০)। আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ব্যবসায়ী বিপুল বিশ্বাস (৪৫), তাঁর শ্বাশুড়ি (৫৫), চালক মামতো ভাই রাজন মন্ডল (৩০) এবং দুই রিক্সা চালকসহ এক যাত্রী ও ট্রাকের সহকারী আব্দুর রহিম। ট্রাকের চালক ঘুমিয়ে ছিলেন আর হেলপার গাড়ি চালাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী শাকিব প্রামানিক বলেন, সকাল পৌনে দশটার দিকে ষ্ট্যান্ডার্ড ইট ভাটার সামনে বিকট এক শব্দ পেয়ে আমরা সবাই এগিয়ে যায়। মহাসড়কের পূর্ব পাশে পড়ে থাকা আহত দুই রিক্সা চালক জানান, গোয়ালন্দ মোগবুলের দোকান থেকে যাত্রী নিয়ে খানখানাপুরের দিকে যাচ্ছিলেন তারা। ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২-৪৩৫৫) সামনে থাকা একটি গাড়ি অতিক্রম করলে রিক্সার সাথে ধাক্কা মারে। এতে রিক্সা দুটি ছিটকে পাশে খাদে পড়ে যায়। পিছনে থাকা চুয়াডাঙ্গাগামী রডবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৬৯১৮) রিক্সাকে অতিক্রমের সময় প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে প্রাইভেটকার চুড়মার হয়ে পাশে খাদে পড়ে। ট্রাকটি পাশের খাদে পড়ে গাছের সাথে ধাক্কা মারে। প্রাইভেটকার থেকে রক্তাত্ব অবস্থায় ৬জনকে উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযান শুরু করে।

নিহত সুব্রত মন্ডলের স্বামী বিপুল বিশ্বাস বলেন, রোববার ভোর ছয়টার দিকে জীবননগর গ্রামের বাড়ি থেকে তাঁদের ব্যক্তিগত গাড়ি নিয়ে স্ত্রী, সন্তান, শ্যালক ও শ্বাশুড়িকে নিয়ে ঢাকার বাসার উদ্দেশ্যে রওয়ানা করেন। গাড়ি চালাচ্ছিল তাঁর মামাতো ভাই রাজন মন্ডল। কিছু বুঝে ওঠার আগেই বিপরিত দিক থেকে ট্রাকটি এসে তাঁদের গাড়ির সাথে ধাক্কা মারে। এরপর দেখি আমার স্ত্রীসহ তার কোলে থাকা একমাত্র শিশু বাচ্চাটিও রক্তাত্ব হয়ে টলে পড়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশে গাছের সাথে ট্রাকের সামনের অংশ ভেঙ্গে আটকে যাওয়ায় ফায়ার সার্ভিসের দল সহকারী ও চালককে উদ্ধারে কাজ করছে। তাঁদের সাথে ফরিদপুর থেকে একটি দল অংশ নিয়েছে। সংঘর্ষের কারণে ট্রাকে আগুন ধরেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা একদিকে আগুন নেভাচ্ছে, আরেক দিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস দলের প্রধান রবিউল ইসলাম বলেন, ট্রাকের ক্যাবিনে আটকে থাকা চালক মো. রিপন ও ষ্ট্রিয়ারিংয়ে থাকা সহকারী (হেলপার) আব্দুর রহিমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল। এরমধ্যে চালক ভিতরে আটকে মারা গেছেন। সহকারী এখনো জীবিত রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান খান, গোয়ালন্দের ইউএনও রুবায়েত হায়াত শিপলু ও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরিফুজ্জামান, হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম প্রমূখ।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান, নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা বেশি খারাপ। লাশের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান বলেন, ট্রাকের সহকারী ট্রাক চালাচ্ছিলেন। চালক ক্যবিনে ঘুমন্ত অবস্থায় ছিল। চালক ঘুমন্ত অবস্থায় মারা যান। সহকারী ষ্ট্রিয়ারিংয়ে থাকায় গুরুতর আহত হন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।