০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকির অভিযোগ

ইমরান হোসেনঃ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভবদিয়ায় মৃত লাবলু মোল্লার স্ত্রী মোছা. জাহেদা খাতুনকে মামলা তুলে নিতে আসামী পক্ষের লোকজন উল্টো প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) গভীররাতে বাদী জাহেদা খাতুনের বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

গত ২১ মার্চ করোনা বিতর্কে বরাট ইউনয়নের ২নং ওয়ার্ড ভবদিয়ার বাসিন্দা লাবলুকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। ওই দিনই রাজবাড়ী সদর থানায় ১৯ জনের নামে ও অজ্ঞাত আরো বেশ কয়েক জনের নামে মামলা করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করে। তবে ইতিমধ্যে ৪ জন জামিনে বাইরে রয়েছেন।

পুলিশ ও বাদীর পরিবার জানায়, বরাট ইউপির ২নং ওয়ার্ড ভববদিয়ার মো. মামুন ফকির, মালেক ফকির, সোহান ফকির, আলিম ফকির, তোরাপ ফকির, মো. রাজিব খা, মো. কুদ্দুস ফকির, মোহাম্মদ শেখ, আব্দুল ফকির সহ অজ্ঞাত ৪-৫ জন শনিবার রাত ১২টার দিকে জাহেদা খাতুনের বাড়িতে যায়। বাড়ির আরো যে শরিক রয়েছে তাদের ঘরে কাচা পাট দিয়ে শিকল ও দারজায় বাঁধে। এরপর জাহেদার ঘরের সামনে এসে ডাকতে থাকে। জাহেদা ঘুম থেকে আচমকা উঠে কারা জানতে চায়? তখন বাহির থেকে বলে আমরা কে জানা দরকার নাই। বারান্দার লাইন জ¦ালালে ঘরের বেড়ার ফাঁক দিয়ে বাহিরে থাকা লোকজনদের চিনতে পারেন জাহেদা।

এসময় জাহেদার স্বামীর হত্যাকারী ১নং আসামী ভবদিয়ার মঞ্জু ফকিরের ছেলে মো. মামুন ফকির বলে আমাদের বিরুদ্ধে করা মামলা তুলে না নিলে তোকে অথবা তোর ছেলে জাহিদুলকে খুন করে গুম করে ফেলব। জাহেদা বলেন, মামলা আদালতে চলছে যা হওয়ার আদালতে হবে। এ কথা বলা মাত্র আসামীরা হাতে থাকা রামদা দিয়ে বেড়া কোপাতে থাকে এবং রড দিয়ে আঘাত করতে থাকে। তখন তিনি চিৎকার দিলে বাড়ির আশপাশ থেকে আত্মীয় স্বজনেরা উঠে আসে। বাড়ির অন্যদের ঘরে শিকল ও পাট দিয়ে বাঁধার কারনে তার ভাসুর, দেবর ও জা আসতে পারেনি। প্রতিবেশিরা এসে তাদের দরজার শিকল ও বাধন খুলে দিলে ঘর থেকে তারা বেড় হয়ে আসে। প্রতিবেশিরা আসার শব্দ শুনে আসামিরা চলে যায়। তবে আসামিরা যাবার সময় বলে আজ লোকজনের কারনে কিছু করতে পারলামনা। আমাদের বিরুদ্ধে মামলা তুলে না নিলে তোদের খুন করে মামলা করার স্বাদ মিটাইয়া দিব বলে শাসায়। এ ঘটনা সদর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শনিবার মধ্যরাতে জাহেদার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে জাহেদা একটি এজাহার সদর থানায় দিয়ে গেছেন। ঘটনা তদন্ত করে এর সত্যতা পেলে মামলা গ্রহন করা হবে বলে জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকির অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

ইমরান হোসেনঃ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভবদিয়ায় মৃত লাবলু মোল্লার স্ত্রী মোছা. জাহেদা খাতুনকে মামলা তুলে নিতে আসামী পক্ষের লোকজন উল্টো প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) গভীররাতে বাদী জাহেদা খাতুনের বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

গত ২১ মার্চ করোনা বিতর্কে বরাট ইউনয়নের ২নং ওয়ার্ড ভবদিয়ার বাসিন্দা লাবলুকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। ওই দিনই রাজবাড়ী সদর থানায় ১৯ জনের নামে ও অজ্ঞাত আরো বেশ কয়েক জনের নামে মামলা করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করে। তবে ইতিমধ্যে ৪ জন জামিনে বাইরে রয়েছেন।

পুলিশ ও বাদীর পরিবার জানায়, বরাট ইউপির ২নং ওয়ার্ড ভববদিয়ার মো. মামুন ফকির, মালেক ফকির, সোহান ফকির, আলিম ফকির, তোরাপ ফকির, মো. রাজিব খা, মো. কুদ্দুস ফকির, মোহাম্মদ শেখ, আব্দুল ফকির সহ অজ্ঞাত ৪-৫ জন শনিবার রাত ১২টার দিকে জাহেদা খাতুনের বাড়িতে যায়। বাড়ির আরো যে শরিক রয়েছে তাদের ঘরে কাচা পাট দিয়ে শিকল ও দারজায় বাঁধে। এরপর জাহেদার ঘরের সামনে এসে ডাকতে থাকে। জাহেদা ঘুম থেকে আচমকা উঠে কারা জানতে চায়? তখন বাহির থেকে বলে আমরা কে জানা দরকার নাই। বারান্দার লাইন জ¦ালালে ঘরের বেড়ার ফাঁক দিয়ে বাহিরে থাকা লোকজনদের চিনতে পারেন জাহেদা।

এসময় জাহেদার স্বামীর হত্যাকারী ১নং আসামী ভবদিয়ার মঞ্জু ফকিরের ছেলে মো. মামুন ফকির বলে আমাদের বিরুদ্ধে করা মামলা তুলে না নিলে তোকে অথবা তোর ছেলে জাহিদুলকে খুন করে গুম করে ফেলব। জাহেদা বলেন, মামলা আদালতে চলছে যা হওয়ার আদালতে হবে। এ কথা বলা মাত্র আসামীরা হাতে থাকা রামদা দিয়ে বেড়া কোপাতে থাকে এবং রড দিয়ে আঘাত করতে থাকে। তখন তিনি চিৎকার দিলে বাড়ির আশপাশ থেকে আত্মীয় স্বজনেরা উঠে আসে। বাড়ির অন্যদের ঘরে শিকল ও পাট দিয়ে বাঁধার কারনে তার ভাসুর, দেবর ও জা আসতে পারেনি। প্রতিবেশিরা এসে তাদের দরজার শিকল ও বাধন খুলে দিলে ঘর থেকে তারা বেড় হয়ে আসে। প্রতিবেশিরা আসার শব্দ শুনে আসামিরা চলে যায়। তবে আসামিরা যাবার সময় বলে আজ লোকজনের কারনে কিছু করতে পারলামনা। আমাদের বিরুদ্ধে মামলা তুলে না নিলে তোদের খুন করে মামলা করার স্বাদ মিটাইয়া দিব বলে শাসায়। এ ঘটনা সদর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শনিবার মধ্যরাতে জাহেদার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে জাহেদা একটি এজাহার সদর থানায় দিয়ে গেছেন। ঘটনা তদন্ত করে এর সত্যতা পেলে মামলা গ্রহন করা হবে বলে জানান।