নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পদ্মার গোদার বাজার থেকে বাল্কহেড থেকে অবৈধভাবে বুধবার সাড়ে এগারোটার দিকে চাঁদা তোলার সময় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম লুৎফর রহমান। সে রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে।
লুৎফর রহমান নাম সর্বশ্ব কার্গো ট্রলার বাল্কহেড সমিতির রাজবাড়ী জেলার শাখার সভাপতি বলে দাবী করেন। তার এ সমিতির সরকার অনুমোদিত কার্ড রয়েছে এবং নদীতে শ্রমিকদের পরিচয় পত্র হিসেবে কার্ড প্রদান করে বলে জানান।
লুৎফর রহমান সহ কয়েকজন পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী প্রতিটি বাল্কহেড থেকে অবৈধভাবে ১ হাজার করে টাকা নিচ্ছিল। সে সময় সংবাদ পেয়ে রাজবাড়ী সদর থানার এস.আই কামরুল হাসান নদীতে গিয়ে তাকে আটক করেন।বাকি অন্যান্যরা পালিয়ে যায়।
লুৎফর রহমান দাবী করেন, আমি কার্গো ট্রলার বাল্কহেড সমিতির রাজবাড়ী জেলার শাখার সভাপতি। আমার বৈধ কার্ড রয়েছে। আমি নদীতে আমাদের শ্রমিকদের দেখতে গিয়ে ছিলাম। তখন পুলিশ এসে আমাকে আটক করে থানায় নিয়ে আসে।
রাজবাড়ী সদর থানার এস.আই কামরুল হাসান বলেন, নদীতে চলাচলরত বালুবাহী ট্রলার ও বাল্কহেড থেকে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল। সে সময় আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। এসময় লুৎফর রহমান নামে একজনকে আটক করতে পারলেও বাকি কয়েকজন পালিয়ে যায়। বর্তমানে তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।