০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনঃ নৌকার প্রার্থী মোস্তফা মুন্সীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১০ ডিসেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সী শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন।

মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর কার্যালয়ে নির্বাচনী ইশতেহার উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান। ইশতেহার তুলে ধরেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ। অন্যান্যের মধ্যে ফরিদপুর রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজের ভূগল বিভাগের অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, যুগ্ম-সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

ইশতেহার ঘোষনার শুরুতেই প্রয়াত উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, এবিএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, নুরুল ইসলাম মন্ডল সহ প্রয়াত সকল আ.লীগ নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নৌকা প্রতীকের প্রার্থী মো. মোস্তফা মুন্সী বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা সীমিত। তারপরও বড় সমস্যা নদী ভাঙন সহ মাদক, সন্ত্রাস দমনে একজন উপজেলা চেয়ারম্যানের সকল ক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করবো। উপজেলার শিক্ষার দূর অবস্থা দুর করতে এবং মান উন্নয়নে যেসব অঞ্চলে স্কুল নেই সেখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ইতিমধ্যে দেবগ্রাম ইউনিয়নে হাইস্কুল, দৌলতদিয়ার কুশাহাটায় প্রাইমারী স্কুল করছি। দুটি সরকারি হাইস্কুলে শিক্ষক সংকট দূর করতে সবাইকে নিয়ে চেষ্টা করব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে স্কুল-কলেজে আইসিটি ল্যাব স্থাপন করেছেন, শিক্ষার্থীদের আইটি দক্ষতা অর্জনে ল্যাবে নিয়মিত প্রশিক্ষন নিশ্চিত করা হবে। আউটসোর্সিং বিষয়ে আগ্রহী, দক্ষতা অর্জনে পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক স্বল্পতার কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত অসহায় মানুষের চিকিৎসা ব্যবস্থার লক্ষে নিজ উদ্যোগে এ্যাম্বুলেন্স বরাদ্দ ও বিনামূল্যে মুমুর্ষ রোগীর সেবায় ২৪ ঘন্টা নিয়োজিত থাকবে। নদী ভাঙনে গৃহহীন মানুষের আশ্রয়ন পকল্প বাস্তবায়নে সরকারের পাশাপাশি নিজ উদ্যোগেও আবাসনের ব্যবস্থা করা হবে।

সাংস্কৃতিক কর্মকান্ড উৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকলা একাডেমী, অডিটেরিয়াম, গ্রন্থাগার পুনরায় চালু করা হবে। খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তরুণ, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মিনি স্টেডিয়াম করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। ব্যক্তিগত পর্যায়ে বেকার সমস্যা সমাধানে শিল্পকারখানা করে কর্মসংস্থানের সৃষ্টির কথাও উল্লেখ করেন। দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে চেষ্টা চালানোর কথাও বলেন মোস্তফা মুন্সী।

উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে সরকার দলীয় প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা), বিএনপি দলীয় প্রার্থী মাহাবুব আলম শাহিন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী (আনারস), প্রয়াত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে ডা. মো. আরিফুজ্জামান (ঘোড়া) ও সুলতান (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনঃ নৌকার প্রার্থী মোস্তফা মুন্সীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

পোস্ট হয়েছেঃ ০৫:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১০ ডিসেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সী শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন।

মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর কার্যালয়ে নির্বাচনী ইশতেহার উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান। ইশতেহার তুলে ধরেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ। অন্যান্যের মধ্যে ফরিদপুর রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজের ভূগল বিভাগের অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, যুগ্ম-সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

ইশতেহার ঘোষনার শুরুতেই প্রয়াত উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, এবিএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, নুরুল ইসলাম মন্ডল সহ প্রয়াত সকল আ.লীগ নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নৌকা প্রতীকের প্রার্থী মো. মোস্তফা মুন্সী বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা সীমিত। তারপরও বড় সমস্যা নদী ভাঙন সহ মাদক, সন্ত্রাস দমনে একজন উপজেলা চেয়ারম্যানের সকল ক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করবো। উপজেলার শিক্ষার দূর অবস্থা দুর করতে এবং মান উন্নয়নে যেসব অঞ্চলে স্কুল নেই সেখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ইতিমধ্যে দেবগ্রাম ইউনিয়নে হাইস্কুল, দৌলতদিয়ার কুশাহাটায় প্রাইমারী স্কুল করছি। দুটি সরকারি হাইস্কুলে শিক্ষক সংকট দূর করতে সবাইকে নিয়ে চেষ্টা করব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে স্কুল-কলেজে আইসিটি ল্যাব স্থাপন করেছেন, শিক্ষার্থীদের আইটি দক্ষতা অর্জনে ল্যাবে নিয়মিত প্রশিক্ষন নিশ্চিত করা হবে। আউটসোর্সিং বিষয়ে আগ্রহী, দক্ষতা অর্জনে পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক স্বল্পতার কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত অসহায় মানুষের চিকিৎসা ব্যবস্থার লক্ষে নিজ উদ্যোগে এ্যাম্বুলেন্স বরাদ্দ ও বিনামূল্যে মুমুর্ষ রোগীর সেবায় ২৪ ঘন্টা নিয়োজিত থাকবে। নদী ভাঙনে গৃহহীন মানুষের আশ্রয়ন পকল্প বাস্তবায়নে সরকারের পাশাপাশি নিজ উদ্যোগেও আবাসনের ব্যবস্থা করা হবে।

সাংস্কৃতিক কর্মকান্ড উৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকলা একাডেমী, অডিটেরিয়াম, গ্রন্থাগার পুনরায় চালু করা হবে। খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তরুণ, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মিনি স্টেডিয়াম করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। ব্যক্তিগত পর্যায়ে বেকার সমস্যা সমাধানে শিল্পকারখানা করে কর্মসংস্থানের সৃষ্টির কথাও উল্লেখ করেন। দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে চেষ্টা চালানোর কথাও বলেন মোস্তফা মুন্সী।

উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে সরকার দলীয় প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা), বিএনপি দলীয় প্রার্থী মাহাবুব আলম শাহিন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী (আনারস), প্রয়াত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে ডা. মো. আরিফুজ্জামান (ঘোড়া) ও সুলতান (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।