০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অপহরণের ৬ দিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

ষ্টাফ রিপোর্টারঃ অপহরণের ৬দিন পর নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে (১৬) রাজবাড়ী সদর থানা পুলিশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওই ছাত্রীর মা জানান, মাদ্রসায় যাওয়া আসার পথে তার মেয়েকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহ আলম বেপীর ছেলে মো. সোহান বেপারী (৩২) প্রেমসহ কু-প্রস্তাব দিতো। বিষয়টি তার মেয়ে তাদেরকে অবহিত করে। তারা বিষয়টি সোহানের পরিবারের সদস্যদেরও অবহিত করে। এতে সোহান আরো ক্ষিপ্ত হয়। এর অংশ গত ১২ নভেম্বর তার মেয়ে পরীক্ষার খাতা আনতে বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া পৌছলে সোহানের নেতৃত্বে মাইক্রোবাসে আসায় একদল দূর্বৃত্ত তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে চার জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার ৩নং আসামি ও সদর উপজেলার কল্যানপুরের মৃত মিজানুর রহমানের মো. রায়হান খানকে গ্রেপ্তার এবং সোহানের বাড়ী থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে অপহরণের ৬ দিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ০৪:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ অপহরণের ৬দিন পর নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে (১৬) রাজবাড়ী সদর থানা পুলিশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওই ছাত্রীর মা জানান, মাদ্রসায় যাওয়া আসার পথে তার মেয়েকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহ আলম বেপীর ছেলে মো. সোহান বেপারী (৩২) প্রেমসহ কু-প্রস্তাব দিতো। বিষয়টি তার মেয়ে তাদেরকে অবহিত করে। তারা বিষয়টি সোহানের পরিবারের সদস্যদেরও অবহিত করে। এতে সোহান আরো ক্ষিপ্ত হয়। এর অংশ গত ১২ নভেম্বর তার মেয়ে পরীক্ষার খাতা আনতে বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া পৌছলে সোহানের নেতৃত্বে মাইক্রোবাসে আসায় একদল দূর্বৃত্ত তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে চার জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার ৩নং আসামি ও সদর উপজেলার কল্যানপুরের মৃত মিজানুর রহমানের মো. রায়হান খানকে গ্রেপ্তার এবং সোহানের বাড়ী থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।