০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন গোয়ালন্দের উজানচর

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সর্বোচ্চ নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের সারা বছরের কাজের মূল্যায়নে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপনকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। ক্রেসটি গ্রহণ করেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা।

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়। শোভযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় নির্ভুর্ল জন্ম ও মৃত্যু নিবন্ধন সারা বছর কার্যক্রমের মূল্যায়ন হিসেবে জেলার ৪২টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদের নাম ঘোষণা করা হয়। এসময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মাননা ক্রেস্ট গ্রহণ শেষে উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা দিবসটি উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় যোগ দেন। এসময় তিনি বলেন, আমি শিখেছি একে অপরের সাথে সর্ম্পক আরো বাড়ানো যায়। এ জন্য ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কোন বাড়িতে কোন সন্তান ভূমিষ্ট হলে ওই পরিবারকে অভিনন্দন জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা পত্র পাঠাই। একইভাবে কেউ মারা গেলেও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে শোকবার্তা পাঠিয়ে দেই। এই ধারা প্রচলন থাকলে একে অপরের প্রতি আন্তরিকতা ও সর্ম্পক আরো বাড়ে। একইভাবে জন্ম ও মৃত্যুর হিসেব সঠিকভাবে নিবন্ধিত করা যায়। আর পুরুষ্কৃত হওয়ায় সম্মানের সাথে দায়িত্ব আরো বেড়েছে। এক্ষেত্রে সকলের সযোগিতা কামনা করেন ইউপি চেয়ারম্যান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন গোয়ালন্দের উজানচর

পোস্ট হয়েছেঃ ০৬:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সর্বোচ্চ নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের সারা বছরের কাজের মূল্যায়নে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপনকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। ক্রেসটি গ্রহণ করেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা।

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়। শোভযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় নির্ভুর্ল জন্ম ও মৃত্যু নিবন্ধন সারা বছর কার্যক্রমের মূল্যায়ন হিসেবে জেলার ৪২টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদের নাম ঘোষণা করা হয়। এসময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মাননা ক্রেস্ট গ্রহণ শেষে উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা দিবসটি উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় যোগ দেন। এসময় তিনি বলেন, আমি শিখেছি একে অপরের সাথে সর্ম্পক আরো বাড়ানো যায়। এ জন্য ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কোন বাড়িতে কোন সন্তান ভূমিষ্ট হলে ওই পরিবারকে অভিনন্দন জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা পত্র পাঠাই। একইভাবে কেউ মারা গেলেও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে শোকবার্তা পাঠিয়ে দেই। এই ধারা প্রচলন থাকলে একে অপরের প্রতি আন্তরিকতা ও সর্ম্পক আরো বাড়ে। একইভাবে জন্ম ও মৃত্যুর হিসেব সঠিকভাবে নিবন্ধিত করা যায়। আর পুরুষ্কৃত হওয়ায় সম্মানের সাথে দায়িত্ব আরো বেড়েছে। এক্ষেত্রে সকলের সযোগিতা কামনা করেন ইউপি চেয়ারম্যান।