০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাকারী আশরাফুল ইসলামের ফাঁসি এবং নড়াইলসহ দেশের বিভিন্ন স্হানে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে বারেটা থেকে দেড়টা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড হতে পৌর জামতলা এলাকায় এ মানববন্ধন রচিত হয়।

উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েকশ শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নেন।

গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের শেখ মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন। বক্তব্য রাখেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর হোসেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা আবু তাহের  প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়। অথচ এই সকল শিক্ষক, বিশেষ করে বেসরকারি শিক্ষকদের জীবনমান অত্যন্ত সাধারণ মানের। মান সম্মানটাই তাদের একমাত্র আত্মতুষ্টির জায়গা। অথচ আজকাল দেখা যাচ্ছে যেনতেন কারনে শিক্ষকদের  পিটিয়ে হত্যা করা হচ্ছে। গলায় জুতার মালা পড়িয়ে ঘোরানো হচ্ছে। এগুলো জাতির জন্য অশনি সংকেত।

বক্তারা আরো বলেন, আমরা  শিক্ষক উৎপল হত্যাকারী জিতুর ফাঁসি চাই। সেইসাথে শিক্ষক লাঞ্ছনার সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি  জানাচ্ছি । অন্যথায় আমরা দেশের শিক্ষক সমাজ রাজপথে নেমে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত

পোস্ট হয়েছেঃ ১১:১০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাকারী আশরাফুল ইসলামের ফাঁসি এবং নড়াইলসহ দেশের বিভিন্ন স্হানে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে বারেটা থেকে দেড়টা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড হতে পৌর জামতলা এলাকায় এ মানববন্ধন রচিত হয়।

উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েকশ শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নেন।

গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের শেখ মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন। বক্তব্য রাখেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর হোসেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা আবু তাহের  প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়। অথচ এই সকল শিক্ষক, বিশেষ করে বেসরকারি শিক্ষকদের জীবনমান অত্যন্ত সাধারণ মানের। মান সম্মানটাই তাদের একমাত্র আত্মতুষ্টির জায়গা। অথচ আজকাল দেখা যাচ্ছে যেনতেন কারনে শিক্ষকদের  পিটিয়ে হত্যা করা হচ্ছে। গলায় জুতার মালা পড়িয়ে ঘোরানো হচ্ছে। এগুলো জাতির জন্য অশনি সংকেত।

বক্তারা আরো বলেন, আমরা  শিক্ষক উৎপল হত্যাকারী জিতুর ফাঁসি চাই। সেইসাথে শিক্ষক লাঞ্ছনার সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি  জানাচ্ছি । অন্যথায় আমরা দেশের শিক্ষক সমাজ রাজপথে নেমে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।