০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

হেলাল মাহমুদঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের চালের নামের তালিকায় নাম না দিয়ে খানখানপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য নিজের ইচ্ছেমতো তালিকা বন্টন করার অভিযোগ উঠেছে। তার এ স্বজনপ্রীতির অভিযোগে বিচারের দাবীতে ৩টি গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে চর খানখানাপুর মল্লিকডাঙ্গা, শেখপাড়া, ফৈজদ্দিন মাতব্বর পাড়াসহ ৩৬টি পরিবারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানব বন্ধন করেছে।

স্থানীয়রা বাসিন্দারা জানান, রাজবাজবাড়ীর খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নানের বিচার দাবী করে বলেন, ইউনিয়ন পরিষদে মূল কোঠা থেকে করোনার কারণে অসহায় দুস্থ মানুষের চালের তালিকায় নাম না দিয়ে ইউপি সদস্য তার ইচ্ছামতো একই বাড়িতে দুই তিনজনের নাম বন্টন করায় আমরা তার বিচার দাবী করছি।

এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, আমার বিরুদ্ধে একটি চক্র আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পনা করছে। আমি নিয়ম অনুযায়ী চাল দেওয়ার জন্য যাদের নাম দেয়া দরকার চেয়ারম্যানের সাথে আলোচনা করে সেসব মানুষের নামের তালিকা জমা দিয়েছি।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জমান খান বলেন, মানববন্ধনের ব্যপারে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। তবে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের চালের তালিকার ব্যাপারে ইউপি সদস্য আব্দুল মান্নান গাফিলতি করেছে বলে জানি। এটি কেন করেছে সেটা খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মানববন্ধনে অংশ গ্রহন করেন খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ নান্নু, ৭নম্বর ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ চুন্নু, সহ-সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৭:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০

হেলাল মাহমুদঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের চালের নামের তালিকায় নাম না দিয়ে খানখানপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য নিজের ইচ্ছেমতো তালিকা বন্টন করার অভিযোগ উঠেছে। তার এ স্বজনপ্রীতির অভিযোগে বিচারের দাবীতে ৩টি গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে চর খানখানাপুর মল্লিকডাঙ্গা, শেখপাড়া, ফৈজদ্দিন মাতব্বর পাড়াসহ ৩৬টি পরিবারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানব বন্ধন করেছে।

স্থানীয়রা বাসিন্দারা জানান, রাজবাজবাড়ীর খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নানের বিচার দাবী করে বলেন, ইউনিয়ন পরিষদে মূল কোঠা থেকে করোনার কারণে অসহায় দুস্থ মানুষের চালের তালিকায় নাম না দিয়ে ইউপি সদস্য তার ইচ্ছামতো একই বাড়িতে দুই তিনজনের নাম বন্টন করায় আমরা তার বিচার দাবী করছি।

এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, আমার বিরুদ্ধে একটি চক্র আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পনা করছে। আমি নিয়ম অনুযায়ী চাল দেওয়ার জন্য যাদের নাম দেয়া দরকার চেয়ারম্যানের সাথে আলোচনা করে সেসব মানুষের নামের তালিকা জমা দিয়েছি।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জমান খান বলেন, মানববন্ধনের ব্যপারে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। তবে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের চালের তালিকার ব্যাপারে ইউপি সদস্য আব্দুল মান্নান গাফিলতি করেছে বলে জানি। এটি কেন করেছে সেটা খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মানববন্ধনে অংশ গ্রহন করেন খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ নান্নু, ৭নম্বর ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ চুন্নু, সহ-সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।