০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

মইনুল হক ও সরোয়ার হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত এবং উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ৯জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৮অসহায় নারীর মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।

দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লাসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজের শিক্ষার্থী।

সভায় বক্তারা বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন প্রচারবিমুখ। নিরবে নিভৃতে কাজ করে গেছেন তিনি। তাঁর অবদান বাস্তবে প্রকাশিত হয়নি। আজ ইতিহাস থেকে আমরা অনেককিছু জানতে পারি। তিনি না হলে হয়তোবা বঙ্গবন্ধুর পক্ষে এরকম বিশাল অর্জন সম্ভব নাও হতে পারতো।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অতিথিরা অসহায় দুঃস্থ ৯ জন নারীর হাতে সেলাই মেশিন হাতে তুলে দেন। এছাড়াও ৮ জন নারীর মোবাইল নাম্বারে নগদের মাধ্যমে টাকা প্রদান করা হয়।
আয়োজিত আলোচনা সভায় দোয়া মোনাজাত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আজম আহমাদ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

পোস্ট হয়েছেঃ ০৫:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

মইনুল হক ও সরোয়ার হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত এবং উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ৯জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৮অসহায় নারীর মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।

দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লাসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজের শিক্ষার্থী।

সভায় বক্তারা বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন প্রচারবিমুখ। নিরবে নিভৃতে কাজ করে গেছেন তিনি। তাঁর অবদান বাস্তবে প্রকাশিত হয়নি। আজ ইতিহাস থেকে আমরা অনেককিছু জানতে পারি। তিনি না হলে হয়তোবা বঙ্গবন্ধুর পক্ষে এরকম বিশাল অর্জন সম্ভব নাও হতে পারতো।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অতিথিরা অসহায় দুঃস্থ ৯ জন নারীর হাতে সেলাই মেশিন হাতে তুলে দেন। এছাড়াও ৮ জন নারীর মোবাইল নাম্বারে নগদের মাধ্যমে টাকা প্রদান করা হয়।
আয়োজিত আলোচনা সভায় দোয়া মোনাজাত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আজম আহমাদ।