০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন শফিকুল মোরশেদ আরুজ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীকে নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীকে পেয়েছেন ৪২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটু (আনারস) প্রতীকে পেয়েছে ২৮ ভোট। সকাল ৯ টা থেকে ইভিএম এ ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।

বিজয়ী প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি বিজয়ী হয়েছি এবং জেলার সকলের ভালোবাসা পেয়েছি। সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আওয়ামী লীগকে রাজবাড়ী জেলাতে আরও শক্তিশালী করে গড়ে তুলবো। জেলা ও উপজেলাকে মাদকমুক্ত করে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। পরিশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এদিকে সাধারন সদস্য পদে রাজবাড়ী সদরে আজম মন্ডল, গোয়ালন্দে ইউনুস মোল্লা, কালুখালীতে ইউসুফ হোসেন, বালিয়াকান্দিতে আব্দুল বারিক বিশ্বাস ও পাংশায় গোবিন্দ কুন্ডু বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে রাজবাড়ী-১ নির্বাচনী এলাকায় সাহানা বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দীয় রাজবাড়ী-২ নির্বাচনী এলাকায় নির্বাচিত হয়েছেন সফুরা বেগম।

ফলাফল ঘোষনার পর শফিকুল মোরশেদ আরুজ ছুটে যান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর জেলা শহরের ৩নং বেড়াডাঙ্গার বাসভবনে। সেখানে সাংসদ কাজী কেরামত আলী ছাড়াও তাঁর কন্যা ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, বাংলাদেশ অগ্রণী ব্যাংক সিবিএ সভাপতি নজরুল ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে উভয় মিষ্টিমুখ করেন।

এবার রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ), বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্রপ্রার্থী ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জেলার পাঁচ উপজেলায় ১৮জন সদস্য ও ৭জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৫৯৮ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন শফিকুল মোরশেদ আরুজ

পোস্ট হয়েছেঃ ০৯:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীকে নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীকে পেয়েছেন ৪২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটু (আনারস) প্রতীকে পেয়েছে ২৮ ভোট। সকাল ৯ টা থেকে ইভিএম এ ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।

বিজয়ী প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি বিজয়ী হয়েছি এবং জেলার সকলের ভালোবাসা পেয়েছি। সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আওয়ামী লীগকে রাজবাড়ী জেলাতে আরও শক্তিশালী করে গড়ে তুলবো। জেলা ও উপজেলাকে মাদকমুক্ত করে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। পরিশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এদিকে সাধারন সদস্য পদে রাজবাড়ী সদরে আজম মন্ডল, গোয়ালন্দে ইউনুস মোল্লা, কালুখালীতে ইউসুফ হোসেন, বালিয়াকান্দিতে আব্দুল বারিক বিশ্বাস ও পাংশায় গোবিন্দ কুন্ডু বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে রাজবাড়ী-১ নির্বাচনী এলাকায় সাহানা বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দীয় রাজবাড়ী-২ নির্বাচনী এলাকায় নির্বাচিত হয়েছেন সফুরা বেগম।

ফলাফল ঘোষনার পর শফিকুল মোরশেদ আরুজ ছুটে যান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর জেলা শহরের ৩নং বেড়াডাঙ্গার বাসভবনে। সেখানে সাংসদ কাজী কেরামত আলী ছাড়াও তাঁর কন্যা ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, বাংলাদেশ অগ্রণী ব্যাংক সিবিএ সভাপতি নজরুল ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে উভয় মিষ্টিমুখ করেন।

এবার রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ), বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্রপ্রার্থী ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জেলার পাঁচ উপজেলায় ১৮জন সদস্য ও ৭জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৫৯৮ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।