০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে রোববার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাংশা শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী এ সভার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জামান, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক সাইদুর রহমান, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে পাংশার সহকারী কমিশনার (ভুমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল আলীম, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পাংশা পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে যা যা প্রয়োজন তা করা হবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হলে কঠোরহস্তে দমন করা হবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে নির্বাচন সংক্রান্ত নানা দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা চলে।

এর আগে সকালে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

আগামী ৩০ জানুয়ারী পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত মো. ওয়াজেদ আলী (নৌকা), বিএনপি মনোনীত রইচ উদ্দিন খান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক ফরহাদ (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ১১ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই তুঙ্গে উঠছে। পোস্টারিং ও প্রচার-প্রচারণায় সর্বত্রই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১১:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে রোববার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাংশা শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী এ সভার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জামান, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক সাইদুর রহমান, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে পাংশার সহকারী কমিশনার (ভুমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল আলীম, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পাংশা পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে যা যা প্রয়োজন তা করা হবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হলে কঠোরহস্তে দমন করা হবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে নির্বাচন সংক্রান্ত নানা দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা চলে।

এর আগে সকালে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

আগামী ৩০ জানুয়ারী পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত মো. ওয়াজেদ আলী (নৌকা), বিএনপি মনোনীত রইচ উদ্দিন খান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক ফরহাদ (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ১১ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই তুঙ্গে উঠছে। পোস্টারিং ও প্রচার-প্রচারণায় সর্বত্রই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।