১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডের এমপি হয়েছেন গোয়ালন্দের মেয়ে সুলতানা খান

রাজবাড়ীমেইল ডেস্কঃ প্রবাসী বাংলাদেশি সুলতানা খান সরাসরি ভোটের মাধ্যমে সুইজারল্যান্ডের জুরিখ জোন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে প্রথম কোন বাংলাদেশি হিসাবে সুইজারল্যান্ডে এমপি নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবী করেছে।

তার জন্ম ঢাকার মিরপুরে হলেও গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায়। বাবার নাম এস এম রুস্তম আলী, মাতা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই দুই বোনের সংসারে সর্বকনিষ্ঠ তিনি। সুলতানা খান ঢাকা সিটি কলেজ থেকে ¯œাতক এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সাল থেকে স্বামী প্রবাসী সাংবাদিক, সংগঠক এবং ব্যবসায়ী বাকিউল্লাহ খান ও দুই পুত্র সন্তানসহ সুইজারল্যান্ডের জুরিখ শহরে বসবাস করছেন।

নির্বাচনে অংশগ্রহনের পূর্বে তিনি সুইজারল্যান্ডের মূলধারার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের কর্মী হিসাবেও কাজ করে যাচ্ছেন তিনি। এ ছাড়াও সুইজারল্যান্ড এবং ইউরোপে বাংলাদেশের শিল্প ও সাহিত্য চর্চার জন্য বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন সুলতানা খান। তবে সংসদ সদস্য নির্বাচনের বিষয়টি নিয়ে এখনো অনেকটা ধোয়াশা রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

গোয়ালন্দে সরকারি কর্মকর্তাদের সাথে কেকেএস ওয়াই মুভস প্রকল্প সমাপনী সমন্বয় সভা

সুইজারল্যান্ডের এমপি হয়েছেন গোয়ালন্দের মেয়ে সুলতানা খান

পোস্ট হয়েছেঃ ০৬:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

রাজবাড়ীমেইল ডেস্কঃ প্রবাসী বাংলাদেশি সুলতানা খান সরাসরি ভোটের মাধ্যমে সুইজারল্যান্ডের জুরিখ জোন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে প্রথম কোন বাংলাদেশি হিসাবে সুইজারল্যান্ডে এমপি নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবী করেছে।

তার জন্ম ঢাকার মিরপুরে হলেও গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায়। বাবার নাম এস এম রুস্তম আলী, মাতা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই দুই বোনের সংসারে সর্বকনিষ্ঠ তিনি। সুলতানা খান ঢাকা সিটি কলেজ থেকে ¯œাতক এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সাল থেকে স্বামী প্রবাসী সাংবাদিক, সংগঠক এবং ব্যবসায়ী বাকিউল্লাহ খান ও দুই পুত্র সন্তানসহ সুইজারল্যান্ডের জুরিখ শহরে বসবাস করছেন।

নির্বাচনে অংশগ্রহনের পূর্বে তিনি সুইজারল্যান্ডের মূলধারার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের কর্মী হিসাবেও কাজ করে যাচ্ছেন তিনি। এ ছাড়াও সুইজারল্যান্ড এবং ইউরোপে বাংলাদেশের শিল্প ও সাহিত্য চর্চার জন্য বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন সুলতানা খান। তবে সংসদ সদস্য নির্বাচনের বিষয়টি নিয়ে এখনো অনেকটা ধোয়াশা রয়েছে।