০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে গৃহবধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে চায়না খাতুন (২৪) নামে দুই কন্যা সন্তানের জননী এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা এটি আত্মহত্যা হলেও নিহতের পরিবারের দাবী মাদকাসক্ত স্বামীর শারীরিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে। চায়না খাতুন উপজেলার দক্ষিণ দৌলতদিয়া আদু মাতুব্বর পাড়ার সিরাজ দেওয়ানের মেয়ে।

শনিবার (১২ ফেব্রুয়ারী) গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া যদু ফকির পাড়ায় গৃৃহবধুর স্বামীর ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর শনিবার বিকেলে গৃহবধুর স্বামী রেজাউল শেখ (৩৫) দৌলতদিয়া ঘাট দিয়ে নদী পাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয় লোকজন তাকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। রেজাউল শেখ দৌলতদিয়া যদু ফকির পাড়ার আফসার শেখের ছেলে। রেজাউলকে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

নিহত চায়নার বড় ভাই জাহঙ্গীর দেওয়ান জানান, ৭ বছর আগে রেজাউলের সাথে আমার ছোট বোন চায়না খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে লিজা (৫) ও লিমা (৩) নামের দুটি কন্যা শিশু রয়েছে। বিয়ের পর থেকেই সে আমার বোনকে নানাভাবে অত্যাচার করতে থাকে। ঠিকমতো আয় রোজগার করতোনা। রেজাউল নানা ধরনের নেশা গ্রহণসহ বাজে আড্ডায় লিপ্ত থাকতো। নিয়মিত অনেক রাত করে বাড়ী ফিরতো। আমার বোন ও দুই ভাগ্নির ঠিকমতো ভরণ পোষণ দিত না। প্রায়ই বাড়ীতে পাঠিয়ে দিতো। সংসারে ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।সাধ্যমত চাল-ডাল, টাকা-পয়সা দিয়ে সাহায্য করতাম। এক মাস আগে আমার বড় ভগ্নিপতি আক্কাস মোল্লার কাছ থেকে রেজাউল এক সপ্তাহের কথা বলে ৩ হাজার টাকা ধার নেয়। ওই টাকা ফেরত দিতেও বোন চাপ দিলে তার সাথে খুব খারাপ আচরণ করতো।

চায়নার বাবা সিরাজ দেওয়ান অভিযোগ করেন, গত শুক্রবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০টার দিকে এসব নানা বিষয় নিয়ে ঝগড়া হলে রেজাউল আমার মেয়েকে গলা টিপে হত্যা করে এবং সে বাড়ী থেকে পালিয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশীদের কাছ থেকে সব জেনে ছুটে এসে আমি মেয়ের লাশ দেখতে পাই। আমি এর ন্যায় বিচার চাই।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটাকে আত্মহত্যা বলে মনে হয়েছে। নিহতের স্বামী একজন মাদকাসক্ত বলে জানতে পেরেছি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

এ ঘটনায় শনিবার রাতে নিহত চায়নার বড় ভাই জাহাঙ্গীর দেওয়ান বাদী হয়ে রেজাউলকে আসামী করে একটি আত্মহত্যা প্ররোচনা মামলা (নং-২০) দায়ের হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে শনিবার রাতেই বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত স্বামী রেজাউলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে গৃহবধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পোস্ট হয়েছেঃ ০৬:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে চায়না খাতুন (২৪) নামে দুই কন্যা সন্তানের জননী এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা এটি আত্মহত্যা হলেও নিহতের পরিবারের দাবী মাদকাসক্ত স্বামীর শারীরিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে। চায়না খাতুন উপজেলার দক্ষিণ দৌলতদিয়া আদু মাতুব্বর পাড়ার সিরাজ দেওয়ানের মেয়ে।

শনিবার (১২ ফেব্রুয়ারী) গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া যদু ফকির পাড়ায় গৃৃহবধুর স্বামীর ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর শনিবার বিকেলে গৃহবধুর স্বামী রেজাউল শেখ (৩৫) দৌলতদিয়া ঘাট দিয়ে নদী পাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয় লোকজন তাকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। রেজাউল শেখ দৌলতদিয়া যদু ফকির পাড়ার আফসার শেখের ছেলে। রেজাউলকে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

নিহত চায়নার বড় ভাই জাহঙ্গীর দেওয়ান জানান, ৭ বছর আগে রেজাউলের সাথে আমার ছোট বোন চায়না খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে লিজা (৫) ও লিমা (৩) নামের দুটি কন্যা শিশু রয়েছে। বিয়ের পর থেকেই সে আমার বোনকে নানাভাবে অত্যাচার করতে থাকে। ঠিকমতো আয় রোজগার করতোনা। রেজাউল নানা ধরনের নেশা গ্রহণসহ বাজে আড্ডায় লিপ্ত থাকতো। নিয়মিত অনেক রাত করে বাড়ী ফিরতো। আমার বোন ও দুই ভাগ্নির ঠিকমতো ভরণ পোষণ দিত না। প্রায়ই বাড়ীতে পাঠিয়ে দিতো। সংসারে ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।সাধ্যমত চাল-ডাল, টাকা-পয়সা দিয়ে সাহায্য করতাম। এক মাস আগে আমার বড় ভগ্নিপতি আক্কাস মোল্লার কাছ থেকে রেজাউল এক সপ্তাহের কথা বলে ৩ হাজার টাকা ধার নেয়। ওই টাকা ফেরত দিতেও বোন চাপ দিলে তার সাথে খুব খারাপ আচরণ করতো।

চায়নার বাবা সিরাজ দেওয়ান অভিযোগ করেন, গত শুক্রবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০টার দিকে এসব নানা বিষয় নিয়ে ঝগড়া হলে রেজাউল আমার মেয়েকে গলা টিপে হত্যা করে এবং সে বাড়ী থেকে পালিয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশীদের কাছ থেকে সব জেনে ছুটে এসে আমি মেয়ের লাশ দেখতে পাই। আমি এর ন্যায় বিচার চাই।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটাকে আত্মহত্যা বলে মনে হয়েছে। নিহতের স্বামী একজন মাদকাসক্ত বলে জানতে পেরেছি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

এ ঘটনায় শনিবার রাতে নিহত চায়নার বড় ভাই জাহাঙ্গীর দেওয়ান বাদী হয়ে রেজাউলকে আসামী করে একটি আত্মহত্যা প্ররোচনা মামলা (নং-২০) দায়ের হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে শনিবার রাতেই বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত স্বামী রেজাউলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।