০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে শামসু জজের বিচারের দাবীতে খৈয়মপন্থী বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা জেলা জজ কোটের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শামসুল হকের বিচারের দাবীতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই কর্মসূচি গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে আহ্বান করা হলেও মূলত জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের অনুসারীরা এই মানববন্ধনের আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুসারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হককে গ্রেপ্তারের দাবী জানান। শামসুল হক জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট আসলাম মিয়ার আপন বড় ভাই। আসলাম মিয়ার বিরুদ্ধে বড় ভাই শামসুল হকের অপরাধ আড়াল করা ও বিএনপিকে বিভক্তির অভিযোগ তোলা হয়।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সভাপতি রুস্তুম আলী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজিরুল ইসলাম তিতাস, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার মাহমুদ প্রমূখ।

বিএনপি নেতা সুলতান নূর ইসলাম ও শহিদুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আ.লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ রয়েছে। শামসুল হক অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছে। ভাইকে বাঁচাতে আসলাম মিয়া দলের মধ্যে বিবেধ তৈরী করছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষন করেন।

এ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, ২০১০ সালের ২৬ অক্টোবর বড় ভাই মো. শামসুল হক আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর হিসেবে প্রশাসনিক পদে প্রায় দেড় বছর চাকরি করেন। তার অনেক আগেই তিনি বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন। অথচ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর অনুসারীদের দিয়ে আমার বড় ভাই এবং আমাকে সামাজিকভাবে হেয় করতেই মিথ্যা অভিযোগ করে আসছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোয়ালন্দে শামসু জজের বিচারের দাবীতে খৈয়মপন্থী বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৩:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা জেলা জজ কোটের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শামসুল হকের বিচারের দাবীতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই কর্মসূচি গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে আহ্বান করা হলেও মূলত জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের অনুসারীরা এই মানববন্ধনের আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুসারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হককে গ্রেপ্তারের দাবী জানান। শামসুল হক জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট আসলাম মিয়ার আপন বড় ভাই। আসলাম মিয়ার বিরুদ্ধে বড় ভাই শামসুল হকের অপরাধ আড়াল করা ও বিএনপিকে বিভক্তির অভিযোগ তোলা হয়।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সভাপতি রুস্তুম আলী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজিরুল ইসলাম তিতাস, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার মাহমুদ প্রমূখ।

বিএনপি নেতা সুলতান নূর ইসলাম ও শহিদুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আ.লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ রয়েছে। শামসুল হক অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছে। ভাইকে বাঁচাতে আসলাম মিয়া দলের মধ্যে বিবেধ তৈরী করছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষন করেন।

এ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, ২০১০ সালের ২৬ অক্টোবর বড় ভাই মো. শামসুল হক আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর হিসেবে প্রশাসনিক পদে প্রায় দেড় বছর চাকরি করেন। তার অনেক আগেই তিনি বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন। অথচ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর অনুসারীদের দিয়ে আমার বড় ভাই এবং আমাকে সামাজিকভাবে হেয় করতেই মিথ্যা অভিযোগ করে আসছেন।