০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সঙ্গীত, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৯ আগষ্ট ) সকাল ১১ টায় শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।

গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রাদান করা হয়। গোয়ালন্দ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহন করেন। ১ম থেকে ৭ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক ও ৮ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের খ বিভাগে বিভক্ত করে ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা হয়।

উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদের উপস্থাপনা ভিডিও ধারণ করে জেলা ও বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। এবং পরবর্তীতে তাদের মান নির্ণয় করে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি নির্মল চক্রবর্তী ছাড়াও অভিভাবক বৃন্দ।

প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর নামে গান পরিবেশন করে খ বিভাগের প্রথম স্থানে নির্বাচিত হন লোটাস কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন সিয়াম। এসময় উপজেলা পর্যায়ে সংগীতে প্রথম স্থান অর্জন করায় তার হাতে সনদ পত্র ও পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) আজিজুল হক।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

পোস্ট হয়েছেঃ ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সঙ্গীত, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৯ আগষ্ট ) সকাল ১১ টায় শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।

গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রাদান করা হয়। গোয়ালন্দ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহন করেন। ১ম থেকে ৭ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক ও ৮ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের খ বিভাগে বিভক্ত করে ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা হয়।

উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদের উপস্থাপনা ভিডিও ধারণ করে জেলা ও বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। এবং পরবর্তীতে তাদের মান নির্ণয় করে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি নির্মল চক্রবর্তী ছাড়াও অভিভাবক বৃন্দ।

প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর নামে গান পরিবেশন করে খ বিভাগের প্রথম স্থানে নির্বাচিত হন লোটাস কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন সিয়াম। এসময় উপজেলা পর্যায়ে সংগীতে প্রথম স্থান অর্জন করায় তার হাতে সনদ পত্র ও পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) আজিজুল হক।