০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সীর ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি

শামীম শেখ ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সীর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, শনিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে তিনি তার মোস্তফা মুন্সি (Mostafa Munshi) নামক ফেসবুক আইডিতে ঢুকতে গেলে পাসওয়ার্ড ভুল দেখায়। বার বার চেষ্টা করেও একই ধরনের সমস্যা দেখায়। তার কিছু সময় পরেই আমার পরিচিত এবং ফেসবুক ফ্রেন্ড মো. ছরোয়ার হোসাইন আমাকে জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি আমার ফেসবুক ম্যাসেন্জারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে নগদ ও বিকাশ -০১৬৩৫-৩৯৪১৭০ নম্বরে টাকা চাচ্ছে। এতে তার ধারণা হয় কোনো অজ্ঞাতনামা ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তার ফেসবুকের একাউন্ট হ্যাক করেছে।

তিনি আরো বলেন, এর মাধ্যমে ওই হ্যাকার আমার পরিচিত বিভিন্ন লোকজনের নিকট নানা ধরনের কাজের কথা বলে বিভিন্ন অংকের টাকা চাচ্ছেন। যাতে আমার মানহানিসহ সমাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আমি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দেওয়া অভিযোগ পত্রটি পেয়েছি। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করা এবং আইডিটি উদ্ধারের চেষ্টা করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সীর ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি

পোস্ট হয়েছেঃ ০৬:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

শামীম শেখ ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সীর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, শনিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে তিনি তার মোস্তফা মুন্সি (Mostafa Munshi) নামক ফেসবুক আইডিতে ঢুকতে গেলে পাসওয়ার্ড ভুল দেখায়। বার বার চেষ্টা করেও একই ধরনের সমস্যা দেখায়। তার কিছু সময় পরেই আমার পরিচিত এবং ফেসবুক ফ্রেন্ড মো. ছরোয়ার হোসাইন আমাকে জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি আমার ফেসবুক ম্যাসেন্জারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে নগদ ও বিকাশ -০১৬৩৫-৩৯৪১৭০ নম্বরে টাকা চাচ্ছে। এতে তার ধারণা হয় কোনো অজ্ঞাতনামা ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তার ফেসবুকের একাউন্ট হ্যাক করেছে।

তিনি আরো বলেন, এর মাধ্যমে ওই হ্যাকার আমার পরিচিত বিভিন্ন লোকজনের নিকট নানা ধরনের কাজের কথা বলে বিভিন্ন অংকের টাকা চাচ্ছেন। যাতে আমার মানহানিসহ সমাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আমি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দেওয়া অভিযোগ পত্রটি পেয়েছি। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করা এবং আইডিটি উদ্ধারের চেষ্টা করছি।