Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগের সাবেক সভাপতির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ জুলাই ২০২৪, ৬:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5093; AI_Scene: (-1, -1); aec_lux: 335.15918; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে র‌্যাবের দায়ের করা মাদকদ্রব্য আইনে মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয়। বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক, অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় এ রায় দেন।

হাবিবুর রহমান গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি। ২০২২ সালের সেপ্টম্বর মাসে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে হাবিবুর রহমান সভাপতি নির্বাচিত হন। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে পরের বছর ২০২৩ সালের ২১ অক্টোবর কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে হাবিবকে সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়। হাবিবুর রহমান গোয়ালন্দ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১ মে তারিখে ফরিদপুর র‌্যাব-৮ ২নং কোম্পানীর ডিএডি মো. রফিকুল ইসলামসহ র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ শহরের কুমড়াকান্দি নিজ বাড়িতে মো. হাবিবুর রহমানের ফেনসিডিলের একটি বড় চালান রেখেছে বলে জানতে পারেন। এর পর ওইদিন দিবাগত রাত পৌনে ১১টার দিকে হাবিবের নিজ বাড়ির বসত ঘরের খাটের নিচ থেকে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় র‌্যাব সদস্যরা ওই ফেনসিডিলসহ হাবিবকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, র‌্যাব বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় কৃষকলীগ নেতা হাবিবুর রহমান জামিনে ছিলেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ বিচারকার্যের চূড়ান্ত রায়ের দিন ধার্য্য ছিল। যার প্রেক্ষিতে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় শুনানিকালে আদালতের হাবিব উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ী জেলা সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

রাজবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

রাজবাড়ীতে প্যারোলে মুক্তিতে কোমড়ে দড়ি নিয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

রাজবাড়ীর নূরাল পাগলা ইস্যুতে পরিবারের করা মামলা প্রত্যাহারের আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মহাশ্মশানে নির্মিত স্নানঘর উদ্বোধন

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী, সাবেক ইউপি সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ীতে সেমিনারে বক্তারা; ‘ফারাক্কা নামক বাঁধ আমাদের নদীগুলোকে হত্যা করেছে, জীববৈচিত্র্য, কৃষি হুমকিতে ফেলেছে’

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

রাজবাড়ীতে চোরাই গরু ও পিকআপ গাড়ি সহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীর ভিক্টর ভিলেজের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা আ.লীগ নেতা গ্রেপ্তার

সিঙ্গাপুরে নিহতের পাঁচদিন পর এলো প্রবাসীর লাশ, ৬ মাসে তিনজনকে হারিয়ে শোকে কাতর পরিবার