নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৬ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদককারবারী হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব আলীপুর (খা বাড়ী) এলাকার মৃত মোসলেম খান এর ছেলে মোঃ মনোয়ার খান (৪৮)।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত গভীর রাতে উত্তর দৌলতদিয়া শহীদ মিনারের সামনে থেকে ৬ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয় এবং আটককৃত মাদককারবারীদেরকে বুধবারে আদালতে সোপর্দ করা হয়।