০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মধুখালীতে সিদ্দিক হত্যার তদন্ত ও প্রকৃত দোষীদের বিচার দাবী

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কাটাখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত মো. সিদ্দিক মোল্যার হত্যাকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের বিচার দাবীতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার বাগাট বাজারে ঢাকা-খুলনা মহাসড়কে কয়েকশ এলাকাবাসী মানববন্ধন করে।

এসময় পুলিশ মানববন্ধন না করার অনুরোধ করলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা ও জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায় বক্তব্য রাখেন। মানববন্ধন ও সমাবেশ থেকে এ হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে একটি মহল প্রকৃত ঘটনা আড়াল করে রাজনৈতিক প্রতিপক্ষ পাশের বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান সহ সাধারণ মানুষকে আসামী করে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন একটি হত্যা মামলার প্রেক্ষিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। করোনাকালীন পরিস্থিতির কারণে কর্মসূচিটিকে সংক্ষিপ্ত করার অনুরোধ জানালে তারা আমাদের আহবানে সাড়া দিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত আকারে শেষ করেন। তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হলেও নিরপরাধ কাউকে হয়রানী করা হবে না।

উল্লেখ্য গত ০২ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালালে সিদ্দিক মোল্লা গুরুত্বর আহত হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের পুত্র কামরুল ইসলাম বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ও আরো ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মধুখালীতে সিদ্দিক হত্যার তদন্ত ও প্রকৃত দোষীদের বিচার দাবী

পোস্ট হয়েছেঃ ০৮:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কাটাখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত মো. সিদ্দিক মোল্যার হত্যাকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের বিচার দাবীতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার বাগাট বাজারে ঢাকা-খুলনা মহাসড়কে কয়েকশ এলাকাবাসী মানববন্ধন করে।

এসময় পুলিশ মানববন্ধন না করার অনুরোধ করলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা ও জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায় বক্তব্য রাখেন। মানববন্ধন ও সমাবেশ থেকে এ হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে একটি মহল প্রকৃত ঘটনা আড়াল করে রাজনৈতিক প্রতিপক্ষ পাশের বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান সহ সাধারণ মানুষকে আসামী করে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন একটি হত্যা মামলার প্রেক্ষিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। করোনাকালীন পরিস্থিতির কারণে কর্মসূচিটিকে সংক্ষিপ্ত করার অনুরোধ জানালে তারা আমাদের আহবানে সাড়া দিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত আকারে শেষ করেন। তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হলেও নিরপরাধ কাউকে হয়রানী করা হবে না।

উল্লেখ্য গত ০২ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালালে সিদ্দিক মোল্লা গুরুত্বর আহত হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের পুত্র কামরুল ইসলাম বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ও আরো ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।