০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশার কশবামাজাইল ইউপিতে একের পর এক ঘটছে চুরির ঘটনা

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপিতে একের পর এক ঘটছে চুরির ঘটনা। বাগলী ব্রীজ সংলগ্ন শিকদার বাড়ী মোড় বাজারে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জয় মিয়ার ‘জয় ইলেক্ট্রনিক্স’ এবং আশরাফুল ইসলামের ‘সততা গার্মেন্টস এন্ড সু স্টোর’ নামক দু’টি দোকানে চুরি হয়েছে।

জানা যায়, সংঘবদ্ধ চোরেরা জয় ইলেক্ট্রনিক্স দোকানের সাটারের দু’টি তালা ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে বিভিন্ন মডেলের নতুন ২৫টি বাটনফোন, ১৫/১৬টি এলএসডি লাইট, দোকানে সংযুক্ত সিসি ক্যামেরার হার্ডডিক্স ও দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া দোকানের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখে। চুরি যাওয়া জিনিসপত্রের দাম প্রায় ৫০ হাজার টাকা হবে। দোকানের মালিক জয় মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সততা গার্মেন্ট এন্ড সু স্টোরের মালিক আশরাফুল ইসলাম জানান, তিনি বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দিঘলহাটস্থ নিজ বাড়ীতে যান। শুক্রবার সকালে দোকানে ফিরে দেখতে পান তার দোকানের দুটি সাটার ভেঙ্গে কে বা কাহারা ২৫পিস লুঙ্গী, ১৭পিস জিন্সের ফুল প্যান্ট, ১৫পিস টি-শাট, কিছু জুতা-স্যান্ডেল ও নগদ প্রায় ৫ হাজার টাকা চুরি করে নিয়েছে। ক্ষতির পরিমান প্রায় ৬০/৬২ হাজার টাকা।

এদিকে, এর প্রায় দুই মাস আগে একই বাজারের কয়ন মিয়ার আরবি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। দোকান ঘরের চালের টিন কেটে ঘরে ঢুকে সংঘবদ্ধ চোরেরা প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নেয় বলে জানান। এছাড়া কশবামাজাইল শাখা পোস্ট অফিস থেকে সৌরবিদ্যুতের ব্যাটারী এবং পৃথক দু’টি বাড়ী থেকে দু’টি খাসীছাগল চুরি হয়েছে বলে জানা গেছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশার কশবামাজাইল ইউপিতে একের পর এক ঘটছে চুরির ঘটনা

পোস্ট হয়েছেঃ ০৮:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপিতে একের পর এক ঘটছে চুরির ঘটনা। বাগলী ব্রীজ সংলগ্ন শিকদার বাড়ী মোড় বাজারে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জয় মিয়ার ‘জয় ইলেক্ট্রনিক্স’ এবং আশরাফুল ইসলামের ‘সততা গার্মেন্টস এন্ড সু স্টোর’ নামক দু’টি দোকানে চুরি হয়েছে।

জানা যায়, সংঘবদ্ধ চোরেরা জয় ইলেক্ট্রনিক্স দোকানের সাটারের দু’টি তালা ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে বিভিন্ন মডেলের নতুন ২৫টি বাটনফোন, ১৫/১৬টি এলএসডি লাইট, দোকানে সংযুক্ত সিসি ক্যামেরার হার্ডডিক্স ও দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া দোকানের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখে। চুরি যাওয়া জিনিসপত্রের দাম প্রায় ৫০ হাজার টাকা হবে। দোকানের মালিক জয় মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সততা গার্মেন্ট এন্ড সু স্টোরের মালিক আশরাফুল ইসলাম জানান, তিনি বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দিঘলহাটস্থ নিজ বাড়ীতে যান। শুক্রবার সকালে দোকানে ফিরে দেখতে পান তার দোকানের দুটি সাটার ভেঙ্গে কে বা কাহারা ২৫পিস লুঙ্গী, ১৭পিস জিন্সের ফুল প্যান্ট, ১৫পিস টি-শাট, কিছু জুতা-স্যান্ডেল ও নগদ প্রায় ৫ হাজার টাকা চুরি করে নিয়েছে। ক্ষতির পরিমান প্রায় ৬০/৬২ হাজার টাকা।

এদিকে, এর প্রায় দুই মাস আগে একই বাজারের কয়ন মিয়ার আরবি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। দোকান ঘরের চালের টিন কেটে ঘরে ঢুকে সংঘবদ্ধ চোরেরা প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নেয় বলে জানান। এছাড়া কশবামাজাইল শাখা পোস্ট অফিস থেকে সৌরবিদ্যুতের ব্যাটারী এবং পৃথক দু’টি বাড়ী থেকে দু’টি খাসীছাগল চুরি হয়েছে বলে জানা গেছে।