০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে আসলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে, রাজবাড়ীতে ইসি আলমগীর

ইমরান মনিম ও মইন মৃধা, রাজবাড়ীঃ বিএনপি নির্বাচনে আসবে কিনা আসবে সেটা বিএনপির বিষয়।তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে নতুন নির্বাচনী তারিখ ঘোষণা করা হবে এবং তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। আপনারা জেনে অবাক হবেন যে, অতীতের সব নির্বাচনের আগে ও পরে জনগণের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত থাকত। কিন্তু এ বছর থেকে নির্বাচনের পরের ১৫ দিন পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার নির্বাচনে দ্বায়িত্ব রত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি।

বিএনপির নির্বাচনে আসার সুবিধার্থে প্রয়োজনে সংবিধান অনুযায়ী তারিখ পরিবর্তন করা হবে। আমরা সব সময়ই তাদের স্বাগত জানাই। তবে আমরা চাই সব রাজনৈতিক দল গুলো নির্বাচনে অংশগ্রহণ করুক।একটি অংশগ্রহণ মূলক নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে সরকার গঠন হোক।

তিনি আরও বলেন, যিনি প্রার্থী হবেন, যিনি ভোটার সবাই আচরণবিধি মেনে তার রাজনৈতিক যে অধিকার রয়েছে তা প্রয়োগ করতে পারবেন।এ বিষয় কাউকে কেউ বাঁধা দিতে পারবে না।যদি কেউ বাঁধা দেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে যদি রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা না নেন এবং তা যদি নির্বাচন কমিশনারের নজরে আসে তাহলে সে বিষয়ে ব্যবস্থা নিতে রির্টানিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহাগ, রাজবাড়ীর বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বিএনপি নির্বাচনে আসলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে, রাজবাড়ীতে ইসি আলমগীর

পোস্ট হয়েছেঃ ০৭:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

ইমরান মনিম ও মইন মৃধা, রাজবাড়ীঃ বিএনপি নির্বাচনে আসবে কিনা আসবে সেটা বিএনপির বিষয়।তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে নতুন নির্বাচনী তারিখ ঘোষণা করা হবে এবং তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। আপনারা জেনে অবাক হবেন যে, অতীতের সব নির্বাচনের আগে ও পরে জনগণের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত থাকত। কিন্তু এ বছর থেকে নির্বাচনের পরের ১৫ দিন পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার নির্বাচনে দ্বায়িত্ব রত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি।

বিএনপির নির্বাচনে আসার সুবিধার্থে প্রয়োজনে সংবিধান অনুযায়ী তারিখ পরিবর্তন করা হবে। আমরা সব সময়ই তাদের স্বাগত জানাই। তবে আমরা চাই সব রাজনৈতিক দল গুলো নির্বাচনে অংশগ্রহণ করুক।একটি অংশগ্রহণ মূলক নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে সরকার গঠন হোক।

তিনি আরও বলেন, যিনি প্রার্থী হবেন, যিনি ভোটার সবাই আচরণবিধি মেনে তার রাজনৈতিক যে অধিকার রয়েছে তা প্রয়োগ করতে পারবেন।এ বিষয় কাউকে কেউ বাঁধা দিতে পারবে না।যদি কেউ বাঁধা দেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে যদি রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা না নেন এবং তা যদি নির্বাচন কমিশনারের নজরে আসে তাহলে সে বিষয়ে ব্যবস্থা নিতে রির্টানিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহাগ, রাজবাড়ীর বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।