ইমরান মনিম ও মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বালি বোঝাই ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে রাজবাড়ী সদর মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাটের দয়ালনগর নতুন রাস্তা এলাকায় দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলা চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রবের ছোট ছেলে শাকিব (১১) ও ধাওয়াপাড়া ১ নং ওয়ার্ডের লোকমান শেখের ছেলে শেখ মো.মাহফুজর রহমান সিফাত (১৮)। সিফাত ও সাকিব সম্পর্কে আপন চাচাতো ভাই। নিহত সিফাত রাজবাড়ী সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণী ও সাকিব ধাওয়াপাড়া এলাকার চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনী ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন সরদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে সিফাত প্রাইভেট পড়ার উদ্দেশ্যে শাকিবের সাথে মোটরসাইকেল যোগে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন।এ সময় ধাওয়াপাড়া ঘাটের দয়ালনগর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি বালু বোঝাই ট্রাক তাদেরকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান। দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকেয় ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সড়ক দূর্ঘটনার খবর শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালক কে আটক করেছে। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।