০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে বাক প্রতিবন্ধী কিশোর আহত

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশন এলাকায় বোমা বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে। রোববার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে। কিশোরের নাম সুমন শেখ (১৮)।

বাক প্রতিবন্ধী সুমনের বাবার নাম আব্দুল হালিম শেখ। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের বাসিন্দা। সুমন বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাক প্রতিবন্ধী সুমন শেখ এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত। এখানে সেখানে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে চুরি করার অভিযোগও আছে সুমনের বিরুদ্ধে। রোববার দুপুর ১টার দিকে বেলগাছি রেলস্টেশন এলাকায় একটা পুকুর পাড়ে বিকট শব্দ হয়। স্থানীয়রা ছুটে গিয়ে আহত অবস্থায় দেখতে পায়। সুমনের বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

সুমনের মা মালেকা বেগম বলেন, আমার ছেলে কথা বলতে পারেনা। কোনো কাজও করতে পারে না। কিভাবে কি হয়েছে তা জানি না। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ছুটে এসে তাকে আহত অবস্থায় দেখতে পেয়েছি। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসি। এ সময় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে নিতে পারছিনা।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, সুমনের বাম হাতের কিছু অংশ একেবারে ঝলছে গেছে। স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এছাড়া পেটে ও হাতের বাহুতে আঘাত পেয়েছে। তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিভাবে বোমা সেখানে এলো বা বাক প্রতিবন্ধী ছেলে কিভাবে বোমা পেয়েছে, বিষয়টি আমরা অধিকতর তদন্ত করে দেখছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে বাক প্রতিবন্ধী কিশোর আহত

পোস্ট হয়েছেঃ ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশন এলাকায় বোমা বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে। রোববার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে। কিশোরের নাম সুমন শেখ (১৮)।

বাক প্রতিবন্ধী সুমনের বাবার নাম আব্দুল হালিম শেখ। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের বাসিন্দা। সুমন বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাক প্রতিবন্ধী সুমন শেখ এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত। এখানে সেখানে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে চুরি করার অভিযোগও আছে সুমনের বিরুদ্ধে। রোববার দুপুর ১টার দিকে বেলগাছি রেলস্টেশন এলাকায় একটা পুকুর পাড়ে বিকট শব্দ হয়। স্থানীয়রা ছুটে গিয়ে আহত অবস্থায় দেখতে পায়। সুমনের বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

সুমনের মা মালেকা বেগম বলেন, আমার ছেলে কথা বলতে পারেনা। কোনো কাজও করতে পারে না। কিভাবে কি হয়েছে তা জানি না। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ছুটে এসে তাকে আহত অবস্থায় দেখতে পেয়েছি। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসি। এ সময় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে নিতে পারছিনা।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, সুমনের বাম হাতের কিছু অংশ একেবারে ঝলছে গেছে। স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এছাড়া পেটে ও হাতের বাহুতে আঘাত পেয়েছে। তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিভাবে বোমা সেখানে এলো বা বাক প্রতিবন্ধী ছেলে কিভাবে বোমা পেয়েছে, বিষয়টি আমরা অধিকতর তদন্ত করে দেখছি।