মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বিজয় দিবস উদযাপন করেছে প্রথম আলো বন্ধুসভা। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন গোয়ালন্দ বাজার বীর মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গনে শহীদ মিনার বেদীদে পুষ্পস্তবক অর্পন করে। একই সাথে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় বন্ধুসভার উপদেষ্টা রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপদেষ্টা আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, বন্ধুসভার সভাপতি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা, সাবেক সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাধারণ সম্পাদক মো. শামসুল হক, যুগ্ম-সম্পাদক শফিক মন্ডল, মইনুল হক মৃধা, বাদল বিশ্বাস, রফিকুল ইসলাম, এনামুল হক লিটন, রবিউল ইসলাম, শাকিব বিশ্বাস, মিয়া মাহিম উজ্জামান প্রমূখ।
পুষ্পস্তবক অর্পন শেষে বন্ধুসভার সদস্য গোয়ালন্দ বাজার প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভা কার্যালয়ে মুক্তিযুদ্ধের ওপর আলোকপাত অনুষ্ঠিত হয়। এতে বন্ধুসভার উপদেষ্টা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম সফি সহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।