০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বেশি দামে খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যসায়ীকে অর্থদন্ড

রাজবাড়ীর গোয়ালন্দে করোনাভাইরাস আতঙ্ককে কেন্দ্র করে চাউল, ভোজ্য তেল, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্যের দাম দিন দিন বাড়ছে। প্রচুর আমদানি থাকা সত্বেও এলাকার এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মজুদদার সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

এদিকে শনিবার দুপুরে গোয়ালন্দ পৌর শহরের গোয়ালন্দ বাজারে অভিযান চালায় ভ্যাম্যমাণ আদালত। এ সময় বেশি দামে বিক্রির অভিযোগে বাজারের সুবল বিশ্বাস নামের এক চাউল ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কাঁচা বাজারের এক পিঁয়াজ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মামুন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে বলে শুক্রবার থেকে খবর আসতে থাকে। শুক্রবার সন্ধ্যায় বাজার ঘুরে প্রথম সকল পণ্যের ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কিন্তু এরপর দাম বেশি নেওয়া অব্যাহত থাকলে গতকাল শনিবার দুপুরে অভিযান চালানো হয়। এরপর কেউ দাম বেশি নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বেশি দামে খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যসায়ীকে অর্থদন্ড

পোস্ট হয়েছেঃ ০৬:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দে করোনাভাইরাস আতঙ্ককে কেন্দ্র করে চাউল, ভোজ্য তেল, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্যের দাম দিন দিন বাড়ছে। প্রচুর আমদানি থাকা সত্বেও এলাকার এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মজুদদার সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

এদিকে শনিবার দুপুরে গোয়ালন্দ পৌর শহরের গোয়ালন্দ বাজারে অভিযান চালায় ভ্যাম্যমাণ আদালত। এ সময় বেশি দামে বিক্রির অভিযোগে বাজারের সুবল বিশ্বাস নামের এক চাউল ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কাঁচা বাজারের এক পিঁয়াজ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মামুন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে বলে শুক্রবার থেকে খবর আসতে থাকে। শুক্রবার সন্ধ্যায় বাজার ঘুরে প্রথম সকল পণ্যের ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কিন্তু এরপর দাম বেশি নেওয়া অব্যাহত থাকলে গতকাল শনিবার দুপুরে অভিযান চালানো হয়। এরপর কেউ দাম বেশি নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।