০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের শিকার কিশোরীর গর্ভে জন্ম নেওয়া শিশুর আকিকা দিলেন ওসি

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আদর্শ গ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর মাদরাসা শিক্ষার্থীর গর্ভে জন্ম নেওয়া তিন মাস বয়সী ছেলে শিশুর আকিকা অনুষ্ঠান করলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। স্বাস্থ্যবিধি মেনেই ওই কিশোরী মেয়ের বাবার বাড়িতেই বৃহস্পতিবার বিকেলে আকিকা অনুষ্ঠান সম্পন্ন হয়। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুধিজন সহ অনেকে অংশ নেন। অনুষ্ঠান সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করেন পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন রনিসহ স্থানীয় সুধিজন।

এর আগে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মী কেউ মারা গেলে আনুষ্ঠানিকভাবে জানাযা নামাজ পড়িয়ে দাফন করার ব্যবস্থা করা, পুলিশের সেবা জনগনের দোরগড়ায় পৌছে দিতে প্রত্যন্ত অঞ্চলে ‘জনতার দরবার’ বসিয়ে কার্য সম্পাদন করা, এই প্রথম কোরবানীর ঈদের দিন যৌনপল্লির প্রায় তিন হাজার বাসিন্দাদের মাঝে কোরবানীর মাংস প্রদানের ব্যবস্থা করার মতো মানবিক কাজে রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর সাথে ওসি আশিকুর রহমান আলোচিত হন। এছাড়া ওসির কক্ষে প্রবেশে অনুমোতির প্রয়োজন নেই বা ওসিকে স্যার বলে সম্মোদন করার প্রয়োজন নেই। এ ধরনের কর্মকাণ্ডের কারণে আলোচনায় উঠে আসেন। এবার ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর মাদরাসার শিক্ষার্থী এক দরিদ্র ঘরের কিশোরী কুমারী মায়ের গর্ভের সন্তান প্রসবের পর তিন মাস বয়সী ছেলে সন্তান ‘আব্দুল্লাহ ওমর’ এর আকিকার ব্যবস্থা করে দিলেন ওসি।

গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি বলেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ইতিমধ্যে মানবিক ওসি হিসেবে পরিচিতি লাভ করেছে। তাঁর কাছে ধর্ষণের শিকার কুমারী কিশোরীর ওরসজাত সন্তানের জন্য কি করণীয় নিয়ে আলাপকালে তিনি প্রথম দফায় শিশুটির আকিকার উদ্যোগ গ্রহণ করেন। গোয়ালন্দ বাজার হাঁট থেকে দুটি ২৪ কেজি ওজনের ছাগল কিনে আকিকার ব্যবস্থা করে দেন। এখন ওই শিশুটির বিকল্প পথ খুঁজছেন। এক্ষেত্রে তাঁর সাথে আমিও সার্বিকভাবে সহযোগিতা করছি। এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, কুমারী ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া শিশুটি নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে বৃহস্পতিবার আকিকার ব্যবস্থা করি। ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে পুলিশের সর্ম্পকের দূরত্ব দূর করতে এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়েছি। এখন ওই শিশুটির ভবিষ্যত করনীয় নিয়ে ভাবছি।

প্রসঙ্গত, গোয়ালন্দ পৌরসভার আদর্শ গ্রামের নবু মন্ডলের ছেলে কাঠমিস্ত্রি ইয়াসিন মন্ডল এক বছর আগে এলাকার দরিদ্র ঘরের ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে করে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিশোরীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভযুক্ত ইয়াসিন মন্ডলকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এরপর গত জুন মাসের শেষের দিকে ওই কিশোরী পুত্র সন্তান জন্ম দেয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ধর্ষণের শিকার কিশোরীর গর্ভে জন্ম নেওয়া শিশুর আকিকা দিলেন ওসি

পোস্ট হয়েছেঃ ১০:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আদর্শ গ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর মাদরাসা শিক্ষার্থীর গর্ভে জন্ম নেওয়া তিন মাস বয়সী ছেলে শিশুর আকিকা অনুষ্ঠান করলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। স্বাস্থ্যবিধি মেনেই ওই কিশোরী মেয়ের বাবার বাড়িতেই বৃহস্পতিবার বিকেলে আকিকা অনুষ্ঠান সম্পন্ন হয়। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুধিজন সহ অনেকে অংশ নেন। অনুষ্ঠান সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করেন পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন রনিসহ স্থানীয় সুধিজন।

এর আগে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মী কেউ মারা গেলে আনুষ্ঠানিকভাবে জানাযা নামাজ পড়িয়ে দাফন করার ব্যবস্থা করা, পুলিশের সেবা জনগনের দোরগড়ায় পৌছে দিতে প্রত্যন্ত অঞ্চলে ‘জনতার দরবার’ বসিয়ে কার্য সম্পাদন করা, এই প্রথম কোরবানীর ঈদের দিন যৌনপল্লির প্রায় তিন হাজার বাসিন্দাদের মাঝে কোরবানীর মাংস প্রদানের ব্যবস্থা করার মতো মানবিক কাজে রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এর সাথে ওসি আশিকুর রহমান আলোচিত হন। এছাড়া ওসির কক্ষে প্রবেশে অনুমোতির প্রয়োজন নেই বা ওসিকে স্যার বলে সম্মোদন করার প্রয়োজন নেই। এ ধরনের কর্মকাণ্ডের কারণে আলোচনায় উঠে আসেন। এবার ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর মাদরাসার শিক্ষার্থী এক দরিদ্র ঘরের কিশোরী কুমারী মায়ের গর্ভের সন্তান প্রসবের পর তিন মাস বয়সী ছেলে সন্তান ‘আব্দুল্লাহ ওমর’ এর আকিকার ব্যবস্থা করে দিলেন ওসি।

গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি বলেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ইতিমধ্যে মানবিক ওসি হিসেবে পরিচিতি লাভ করেছে। তাঁর কাছে ধর্ষণের শিকার কুমারী কিশোরীর ওরসজাত সন্তানের জন্য কি করণীয় নিয়ে আলাপকালে তিনি প্রথম দফায় শিশুটির আকিকার উদ্যোগ গ্রহণ করেন। গোয়ালন্দ বাজার হাঁট থেকে দুটি ২৪ কেজি ওজনের ছাগল কিনে আকিকার ব্যবস্থা করে দেন। এখন ওই শিশুটির বিকল্প পথ খুঁজছেন। এক্ষেত্রে তাঁর সাথে আমিও সার্বিকভাবে সহযোগিতা করছি। এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, কুমারী ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া শিশুটি নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে বৃহস্পতিবার আকিকার ব্যবস্থা করি। ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে পুলিশের সর্ম্পকের দূরত্ব দূর করতে এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়েছি। এখন ওই শিশুটির ভবিষ্যত করনীয় নিয়ে ভাবছি।

প্রসঙ্গত, গোয়ালন্দ পৌরসভার আদর্শ গ্রামের নবু মন্ডলের ছেলে কাঠমিস্ত্রি ইয়াসিন মন্ডল এক বছর আগে এলাকার দরিদ্র ঘরের ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে করে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিশোরীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভযুক্ত ইয়াসিন মন্ডলকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এরপর গত জুন মাসের শেষের দিকে ওই কিশোরী পুত্র সন্তান জন্ম দেয়।