০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, করোনা সন্দেহে ভয়ে কাছে ভিড়ছিলনা কেউ

রাজবাড়ীমেইল ডেস্কঃ রোববার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৫৫) উদ্ধার করেছে। করোনা ভয়ে প্রথমে লাশের কাছে কেউ ভিড়তে ছিল না। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশ এগিয়ে আসে। স্বাস্থ্য বিভাগ মৃত দেহ থেকে করোনা নমুনা সংগ্রহ করেছে।

জানা যায়, রোববার সকালে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন যাত্রী ছাউনির সামনে অজ্ঞাত এক ব্যক্তির মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে লাশের কাছে কেউ ভিড়তে সাহস পাচ্ছিল না। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুুপুরের দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। তার আগে সেনাবাহিনীর দল সেখানে সতর্কতা অবলম্বন করে ঘিরে রাখে। পরে স্বাস্থ্য বিভাগের একটি টিম মৃত দেহ থেকে করোনার নমুনা সংগ্রহ করে। এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর উপস্থিত ছিলেন। পরে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, করোনার ভয়ে সহসা কেউ কাছে ভিড়ছিলনা। তবে আমরা করোনার নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করেছি। পাশাপাশি পুলিশের মাধ্যমে লাশের ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাঁর কোন পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, করোনা সন্দেহে ভয়ে কাছে ভিড়ছিলনা কেউ

পোস্ট হয়েছেঃ ০৬:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রোববার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৫৫) উদ্ধার করেছে। করোনা ভয়ে প্রথমে লাশের কাছে কেউ ভিড়তে ছিল না। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশ এগিয়ে আসে। স্বাস্থ্য বিভাগ মৃত দেহ থেকে করোনা নমুনা সংগ্রহ করেছে।

জানা যায়, রোববার সকালে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন যাত্রী ছাউনির সামনে অজ্ঞাত এক ব্যক্তির মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে লাশের কাছে কেউ ভিড়তে সাহস পাচ্ছিল না। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুুপুরের দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। তার আগে সেনাবাহিনীর দল সেখানে সতর্কতা অবলম্বন করে ঘিরে রাখে। পরে স্বাস্থ্য বিভাগের একটি টিম মৃত দেহ থেকে করোনার নমুনা সংগ্রহ করে। এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর উপস্থিত ছিলেন। পরে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে বলেন, করোনার ভয়ে সহসা কেউ কাছে ভিড়ছিলনা। তবে আমরা করোনার নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করেছি। পাশাপাশি পুলিশের মাধ্যমে লাশের ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাঁর কোন পরিচয় পাওয়া যায়নি।