০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় পদ্মার ২৯ কেজি ওজনের বাগাড় বিক্রি হলো ৩৫ হাজারে

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়া প্রায় ২৯ কেজি ওজনের একটি বড় বাগাড় মাছ বিক্রি হয়েছে। স্থানীয় এক মাছ ব্যবসায়ী ওই বাগাড়টি ৩৫ হাজার টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ পেলেই বিক্রি করে দিবেন।

স্থানীয় কয়েকজন জেলে জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে লালু মন্ডল পাড়া এলাকায় পদ্মা নদীতে পাবনা অঞ্চলের জেলেরা জাল ফেলেন। সকাল সাড়ে ৭টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতে দেখতে পান বড় এক বাগাড়। তাৎক্ষনিকভাবে তারা বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাট বাজার রওশন মোল্লার আড়ত ঘরে। এ সময় প্রকাশ্য নিলামে তোলা হলে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বাগাড়টি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ভান্ডারের সত্বাধিকারী মো. শাহজাহান শেখ জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে বাজারে ছুটে যান। এ সময় রওশন মোল্লার আড়ত ঘরে বড় একটি বাগাড় মাছ দেখতে পান। বাগাড়টি ওজন দিয়ে দেখতে পান প্রায় ২৯ কেজি হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় কিনে নেন।

শাহজাহান শেখ আরো বলেন, বাগাড় মাছটি কিনে তিনি তার প্রতিষ্ঠানের কাছে ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রেখেছেন। বিক্রির জন্য তিনি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছেন। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ হলেই তিনি বিক্রি করে দিবেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজিব প্রথম আলোকে বলেন, বাগাড় মাছ সংরক্ষিত বন্যপ্রাণী আইনে চলে গেছে। মৎস্য সংরক্ষন আইনে না থাকায় আমরা কোন পদক্ষেপ নিতে পারছি না। তবে জানা মতে বাগাড় শিকার, ক্রয়-বিক্রয় বা খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় পদ্মার ২৯ কেজি ওজনের বাগাড় বিক্রি হলো ৩৫ হাজারে

পোস্ট হয়েছেঃ ০৬:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়া প্রায় ২৯ কেজি ওজনের একটি বড় বাগাড় মাছ বিক্রি হয়েছে। স্থানীয় এক মাছ ব্যবসায়ী ওই বাগাড়টি ৩৫ হাজার টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ পেলেই বিক্রি করে দিবেন।

স্থানীয় কয়েকজন জেলে জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে লালু মন্ডল পাড়া এলাকায় পদ্মা নদীতে পাবনা অঞ্চলের জেলেরা জাল ফেলেন। সকাল সাড়ে ৭টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতে দেখতে পান বড় এক বাগাড়। তাৎক্ষনিকভাবে তারা বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাট বাজার রওশন মোল্লার আড়ত ঘরে। এ সময় প্রকাশ্য নিলামে তোলা হলে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বাগাড়টি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ভান্ডারের সত্বাধিকারী মো. শাহজাহান শেখ জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে বাজারে ছুটে যান। এ সময় রওশন মোল্লার আড়ত ঘরে বড় একটি বাগাড় মাছ দেখতে পান। বাগাড়টি ওজন দিয়ে দেখতে পান প্রায় ২৯ কেজি হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় কিনে নেন।

শাহজাহান শেখ আরো বলেন, বাগাড় মাছটি কিনে তিনি তার প্রতিষ্ঠানের কাছে ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রেখেছেন। বিক্রির জন্য তিনি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছেন। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ হলেই তিনি বিক্রি করে দিবেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজিব প্রথম আলোকে বলেন, বাগাড় মাছ সংরক্ষিত বন্যপ্রাণী আইনে চলে গেছে। মৎস্য সংরক্ষন আইনে না থাকায় আমরা কোন পদক্ষেপ নিতে পারছি না। তবে জানা মতে বাগাড় শিকার, ক্রয়-বিক্রয় বা খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।