০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের পদ্মা নদীরে এক পাঙ্গাশ বিক্রি হলো ৩৪ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ২২ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ জেলেদের জালে ধরা পড়েছে। মঙ্গলবার সকালে পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া ঢোলসুরি কলাবাগান

স্থানীয় মৎস্যজীবীরা জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ জাফরগঞ্জ এলাকার জেলে বাসুদেব হালদার ও তার লোকজন পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। দৌলতদিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার উজানে বাহির চর দৌলতদিয়া ঢোলসুরি কলারবাগান এলাকার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ঘের জাল ফেলেন। সকাল সাড়ে ৯ টার দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি পাঙ্গাশ। অনেক দিন পর এই মৌসুমে এই প্রথম এতবড় পাঙ্গাশ মাছ পেয়ে জেলেরা মহাখুশি। মাছটি বিক্রির জন্য সকাল সাড়ে ১০ টার দিকে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারের কেসমত মোল্লার আড়তে। এ সময় নিলামে তোলা হলে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় কিনেন ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চাঁদনি-আরিফা মৎস্য ভান্ডারের সত্বাধিকারী মো. চান্দু মোল্লা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে কেসমত মোল্লার আড়তে বড় একটি পাঙ্গাশ দেখে নিলামে শরিক হই। এ সময় পাঙ্গাশটি ওজন দিয়ে দেখি প্রায় ২২ কেজি। এই মৌসুমে এতবড় পাঙ্গাশ মাছ এই প্রথম দেখলাম। পরে প্রকাশ্য নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নেই।

চান্দু মোল্লা আরো বলেন, মাছটি ফেরি ঘাট এলাকার আমার আড়তঘরে আনা হলে দেখতে অনেকে ভিড় করেন। দুপুরের দিকে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীতে বর্তমানে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ছে। তবে ২২ কেজি বা তার চেয়ে বেশি ওজনের পাঙ্গাশ মাছ এই মৌসুমে প্রথম ধরা পড়ার খবর পেয়েছি। বর্ষায় পদ্মা নদী ভরাটের পর পাঙ্গাশ, রুই, বাঘাড়সহ আরো বিভিন্ন ধরনের বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দের পদ্মা নদীরে এক পাঙ্গাশ বিক্রি হলো ৩৪ হাজার টাকায়

পোস্ট হয়েছেঃ ০৮:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ২২ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ জেলেদের জালে ধরা পড়েছে। মঙ্গলবার সকালে পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া ঢোলসুরি কলাবাগান

স্থানীয় মৎস্যজীবীরা জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ জাফরগঞ্জ এলাকার জেলে বাসুদেব হালদার ও তার লোকজন পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। দৌলতদিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার উজানে বাহির চর দৌলতদিয়া ঢোলসুরি কলারবাগান এলাকার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ঘের জাল ফেলেন। সকাল সাড়ে ৯ টার দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি পাঙ্গাশ। অনেক দিন পর এই মৌসুমে এই প্রথম এতবড় পাঙ্গাশ মাছ পেয়ে জেলেরা মহাখুশি। মাছটি বিক্রির জন্য সকাল সাড়ে ১০ টার দিকে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারের কেসমত মোল্লার আড়তে। এ সময় নিলামে তোলা হলে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় কিনেন ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চাঁদনি-আরিফা মৎস্য ভান্ডারের সত্বাধিকারী মো. চান্দু মোল্লা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে কেসমত মোল্লার আড়তে বড় একটি পাঙ্গাশ দেখে নিলামে শরিক হই। এ সময় পাঙ্গাশটি ওজন দিয়ে দেখি প্রায় ২২ কেজি। এই মৌসুমে এতবড় পাঙ্গাশ মাছ এই প্রথম দেখলাম। পরে প্রকাশ্য নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নেই।

চান্দু মোল্লা আরো বলেন, মাছটি ফেরি ঘাট এলাকার আমার আড়তঘরে আনা হলে দেখতে অনেকে ভিড় করেন। দুপুরের দিকে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীতে বর্তমানে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ছে। তবে ২২ কেজি বা তার চেয়ে বেশি ওজনের পাঙ্গাশ মাছ এই মৌসুমে প্রথম ধরা পড়ার খবর পেয়েছি। বর্ষায় পদ্মা নদী ভরাটের পর পাঙ্গাশ, রুই, বাঘাড়সহ আরো বিভিন্ন ধরনের বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন।