০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাট থেকে এক ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শনিবার ভোররাতের দিকে এক ভুয়া পুলিশ সদস্যকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত ব্যক্তির নাম মো. ইমরান মোল্লা (২২)। সে মাগুরার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া গ্রামের লালটু মোল্লার ছেলে।

থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত চারটার দিকে দৌলতদিয়া ঘাট ট্রাফিক পুলিশের পাশে স্থানীয় কয়েক ব্যক্তির কাছে পুলিশের জ্যাকেট পড়িহিত এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। এসময় তারা জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত পুলিশ সদস্য হিসেবে নিজেকে পরিচয় দেয়। প্রাথমিকভাবে ভুয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘাট এলাকায় কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান আকন্দ ভোর সারে চারটার দিকে তাকে স্থানীয়দের কাছ থেকে আটক করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অসৎ উদ্দেশ্যে পুলিশের ব্লু রঙের একটি পুলিশ লেখা জ্যাকেট পড়ে আটককৃত তরুণ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চলছিল। নিজেকে সে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত বলেও পরিচয় দেয়। পরে স্থানীয় লোকজন বুঝতে পেরে ভুয়া পুলিশ হিসেবে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে সরকারি পোষাক পরিধান করার অপরাধে মামলা দায়ের শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া ঘাট থেকে এক ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৩:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শনিবার ভোররাতের দিকে এক ভুয়া পুলিশ সদস্যকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত ব্যক্তির নাম মো. ইমরান মোল্লা (২২)। সে মাগুরার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া গ্রামের লালটু মোল্লার ছেলে।

থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত চারটার দিকে দৌলতদিয়া ঘাট ট্রাফিক পুলিশের পাশে স্থানীয় কয়েক ব্যক্তির কাছে পুলিশের জ্যাকেট পড়িহিত এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। এসময় তারা জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত পুলিশ সদস্য হিসেবে নিজেকে পরিচয় দেয়। প্রাথমিকভাবে ভুয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘাট এলাকায় কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান আকন্দ ভোর সারে চারটার দিকে তাকে স্থানীয়দের কাছ থেকে আটক করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অসৎ উদ্দেশ্যে পুলিশের ব্লু রঙের একটি পুলিশ লেখা জ্যাকেট পড়ে আটককৃত তরুণ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চলছিল। নিজেকে সে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত বলেও পরিচয় দেয়। পরে স্থানীয় লোকজন বুঝতে পেরে ভুয়া পুলিশ হিসেবে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে সরকারি পোষাক পরিধান করার অপরাধে মামলা দায়ের শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।