০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দুই ভায়ের জালে ২ কেজি ওজনের পদ্মার ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এবার পদ্মা নদীতে দুই ভাইয়ের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের আরেকটি ইলিশ। বুধবার ভোরের দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ওই ইলিশ মাছটি ধরা পড়ে। মাছটি সকালে স্থানীয় এক পাইকার ৩ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন। পরে দুপুরে তিনি সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া ফেরি ঘাট সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীরা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে বের হন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় এলাকার জেলে মোমিন শেখ ও জমির শেখ। রাতভর তেমন কোন মাছ না পাওয়ায় অনেকটা হতাশ হন। রাত শেষে বুধবার ভোরের দিকে দৌলতদিয়ার ৬ ও ৭নম্বর ফেরি ঘাটের মাঝ বরাবর পদ্মায় জাল ফেলে নৌকায় তুলতে দেখতে পান একটি বড় ইলিশ ধরা পড়েছে। সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারের রওশন মোল্লার আড়তে। সেখানে নিলামে তোলা হলে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার টাকায় তিনি কিনে নেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট সংলগ্ন আরিফা-চাঁদনি মৎস্য ভান্ডারের সত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, প্রতিদিনের মতো আজ শনিবার সকালে বাজারে মাছ কেনার জন্য খোঁজ নিতেই দেখতে পান রওশন মোল্লার আড়তে দুটি বড় ইলিশ উঠেছে। এর একটির ওজন প্রায় ১ কেজি ৯০০ গ্রাম এবং অপরটির ওজন প্রায় সাড়ে ৯০০ গ্রাম। এসময় মাছ দুটি নিলামে তোলা হলে বড় ইলিশ ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার টাকায় কিনেন। ছোটটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ১৬০০ টাকায় কিনেন।

চান্দু মোল্লা বলেন, পরে মাছ দুটি বিক্রির জন্য বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে বেলা ২টার দিকে ফরিদপুরের বাসিন্দা, ঢাকার এক পোশাক কারখানার মালিক বড় ইলিশটি ৩ হাজার ৪০০ টাকা কেজি দরে প্রায় সাড়ে ৬ হাজার টাকায় কিনেন। একই সাথে তিনি ছোট ইলিশটিও ১৭০০ টাকায় কিনে নেন। মাছ দুটি বেলা আড়াইটার দিকে তাঁর ঢাকার বাসায় পাঠানো হয়েছে। দীর্ঘদিন পর পদ্মা নদীতে গত পাঁচ দিনের ব্যবধানে তিনটি পদ্মা নদীর বড় ইলিশ মাছ ধরা পড়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দুই ভায়ের জালে ২ কেজি ওজনের পদ্মার ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি

পোস্ট হয়েছেঃ ০৬:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ এবার পদ্মা নদীতে দুই ভাইয়ের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের আরেকটি ইলিশ। বুধবার ভোরের দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ওই ইলিশ মাছটি ধরা পড়ে। মাছটি সকালে স্থানীয় এক পাইকার ৩ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন। পরে দুপুরে তিনি সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া ফেরি ঘাট সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীরা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে বের হন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় এলাকার জেলে মোমিন শেখ ও জমির শেখ। রাতভর তেমন কোন মাছ না পাওয়ায় অনেকটা হতাশ হন। রাত শেষে বুধবার ভোরের দিকে দৌলতদিয়ার ৬ ও ৭নম্বর ফেরি ঘাটের মাঝ বরাবর পদ্মায় জাল ফেলে নৌকায় তুলতে দেখতে পান একটি বড় ইলিশ ধরা পড়েছে। সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারের রওশন মোল্লার আড়তে। সেখানে নিলামে তোলা হলে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার টাকায় তিনি কিনে নেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট সংলগ্ন আরিফা-চাঁদনি মৎস্য ভান্ডারের সত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, প্রতিদিনের মতো আজ শনিবার সকালে বাজারে মাছ কেনার জন্য খোঁজ নিতেই দেখতে পান রওশন মোল্লার আড়তে দুটি বড় ইলিশ উঠেছে। এর একটির ওজন প্রায় ১ কেজি ৯০০ গ্রাম এবং অপরটির ওজন প্রায় সাড়ে ৯০০ গ্রাম। এসময় মাছ দুটি নিলামে তোলা হলে বড় ইলিশ ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার টাকায় কিনেন। ছোটটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ১৬০০ টাকায় কিনেন।

চান্দু মোল্লা বলেন, পরে মাছ দুটি বিক্রির জন্য বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে বেলা ২টার দিকে ফরিদপুরের বাসিন্দা, ঢাকার এক পোশাক কারখানার মালিক বড় ইলিশটি ৩ হাজার ৪০০ টাকা কেজি দরে প্রায় সাড়ে ৬ হাজার টাকায় কিনেন। একই সাথে তিনি ছোট ইলিশটিও ১৭০০ টাকায় কিনে নেন। মাছ দুটি বেলা আড়াইটার দিকে তাঁর ঢাকার বাসায় পাঠানো হয়েছে। দীর্ঘদিন পর পদ্মা নদীতে গত পাঁচ দিনের ব্যবধানে তিনটি পদ্মা নদীর বড় ইলিশ মাছ ধরা পড়েছে।