০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে শিশু গণধর্ষণের পর হত্যা মামলায় এক জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ৮ বছরের কন্যা শিশুকে গণধর্ষণের পর হত্যা মামলায় এক জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাড. উমা সেন জানান, ২০০৮ সালের ২৫ মে রাজবাড়ীর পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের ৮ বছর বয়সী কন্যা শিশু (ভিকটিম) বাড়ীর পাশে একটি আম বাগানে আম কুড়াতে গেলে তাকে গণধর্ষণের পরে হত্যা করে মাটি চাপা দেয়া হয়। এরপর ২৮ মে কুকুরের টানা-হ্যাঁচড়া দেখে স্থানীয়রা শিশুটির লাশ শনাক্ত করে। ওই দিনই মেয়েটির পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে এক নারীসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ আদালত স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্তদের মধ্যে একই গ্রামের (কুটিমালিয়াট) বশারত মোল্লার ছেলে সায়েদ মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সায়েদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

একই সাথে আদালত ওই মামলার আরও ৩ আসামী আলাল, রনি ও মহির খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণীত না হওয়ায় শুকুর মোল্লা ও রোজিনা নামে দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে শিশু গণধর্ষণের পর হত্যা মামলায় এক জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পোস্ট হয়েছেঃ ০৫:২১:১০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ৮ বছরের কন্যা শিশুকে গণধর্ষণের পর হত্যা মামলায় এক জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাড. উমা সেন জানান, ২০০৮ সালের ২৫ মে রাজবাড়ীর পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের ৮ বছর বয়সী কন্যা শিশু (ভিকটিম) বাড়ীর পাশে একটি আম বাগানে আম কুড়াতে গেলে তাকে গণধর্ষণের পরে হত্যা করে মাটি চাপা দেয়া হয়। এরপর ২৮ মে কুকুরের টানা-হ্যাঁচড়া দেখে স্থানীয়রা শিশুটির লাশ শনাক্ত করে। ওই দিনই মেয়েটির পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে এক নারীসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ আদালত স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্তদের মধ্যে একই গ্রামের (কুটিমালিয়াট) বশারত মোল্লার ছেলে সায়েদ মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সায়েদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

একই সাথে আদালত ওই মামলার আরও ৩ আসামী আলাল, রনি ও মহির খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণীত না হওয়ায় শুকুর মোল্লা ও রোজিনা নামে দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।